Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ

শিক্ষা ডেস্ক
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৯: ১৮
যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট’ (এফএলটিএ) প্রোগ্রামের অধীনে ফুলব্রাইট বৃত্তি নিয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তার মধ্য দিয়ে মূলত ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন এই প্রোগ্রাম পরিচালনা করে। ২০০৬ সাল থেকে বাংলাদেশি শিক্ষাবিদেরা যুক্তরাষ্ট্রের এই শিক্ষা বিনিময় কার্যক্রমে অংশ নিচ্ছেন। শিক্ষকতার পেশায় যুক্ত থাকা বাংলাদেশি তরুণেরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

কার্যক্রম
মূলত শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাতে হবে এফএলটিএ প্রোগ্রামের অধীনে যুক্তরাষ্ট্রে যাওয়া বৃত্তিপ্রাপ্ত ফেলোদের। এর মধ্য দিয়ে ফেলো ও শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানাশোনার সুযোগ তৈরি হবে। সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন এ সব বৃত্তিপ্রাপ্তরা। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্স করতে হবে, তবে এর মধ্যে অবশ্যই একটি আমেরিকান স্টাডিজ বিষয়ের ওপর নির্ধারিত কোর্স। 

প্রয়োজনীয় শর্ত
⬤ আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
⬤ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
⬤ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
⬤ আইইএলটিএসে ন্যূনতম ৭ বা টোয়েফলে ন্যূনতম ৮০ স্কোর থাকতে হবে।

আবেদনের শেষ সময়:২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে প্রথমে যাবতীয় দিকনির্দেশনা অনুসরণের মধ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় সব ধরনের পোস্ট সেকেন্ডারি তথা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক সনদ ও প্রতিলিপি উপস্থাপন করতে হবে। পাশাপাশি ভিন্ন তিনজনের তিনটি সুপারিশপত্র এবং আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ উপস্থাপন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে

সূত্র: ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত