নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণে ৬ হাজারের বেশি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। নতুন করে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এই বোর্ড শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ বোর্ডে।
আজ মঙ্গলবার স্ব স্ব শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষা পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ফলাফল পরিবর্তন হয়েছে ২ হাজার ২৩৭ জনের। এই বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন, ফেল থেকে পাস করেছেন ১৪৯ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৮৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৫২ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৯ শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৮ জন। মোট ফলাফল পরিবর্তন হয়েছে ৮২১ জনের। ফেল থেকে পাস করেছেন ৪৮৩ জন।
যশোর বোর্ডে এইচএসসির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৮ শিক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৫ পরীক্ষার্থী। এঁদের মধ্যে ১ জন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ১৪০ জনের ফল পরিবর্তন হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ৩০৮ জনের ফল পরিবর্তন হয়েছে। ৩৩ জন শিক্ষার্থী নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৭ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ৩০ পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ২১৭ জনের।
এইচএসসির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ১১৫ জনের। বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৬ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৩ পরীক্ষার্থী। এ বোর্ডের ৭ হাজার ৭৩২ পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। মোট ২৬৫ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৩১ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬৩ পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৬৭০ জনের।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন, ফেল থেকে পাস করেছেন ৩১ জন। আর অন্যান্য গ্রেডে জিপিএ পরিবর্তন হয়েছে ৬৮ জনের।
মোট ৫ হাজার ৯১৭ জন ২১ হাজার ৯৫টি পত্রের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। কারিগরি বোর্ডে ৬ হাজার ২৮৯ জন প্রার্থী পুনঃনিরীক্ষার আবেদন করে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন। ফল পরিবর্তন হয়েছে ১০ জনের। জিপিএ ফাইভ বেড়েছে ১৬ জনের।
এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণে ৬ হাজারের বেশি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। নতুন করে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এই বোর্ড শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ বোর্ডে।
আজ মঙ্গলবার স্ব স্ব শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষা পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ফলাফল পরিবর্তন হয়েছে ২ হাজার ২৩৭ জনের। এই বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন, ফেল থেকে পাস করেছেন ১৪৯ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৮৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৫২ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৯ শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৮ জন। মোট ফলাফল পরিবর্তন হয়েছে ৮২১ জনের। ফেল থেকে পাস করেছেন ৪৮৩ জন।
যশোর বোর্ডে এইচএসসির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৮ শিক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৫ পরীক্ষার্থী। এঁদের মধ্যে ১ জন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ১৪০ জনের ফল পরিবর্তন হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ৩০৮ জনের ফল পরিবর্তন হয়েছে। ৩৩ জন শিক্ষার্থী নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৭ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ৩০ পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ২১৭ জনের।
এইচএসসির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ১১৫ জনের। বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৬ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৩ পরীক্ষার্থী। এ বোর্ডের ৭ হাজার ৭৩২ পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। মোট ২৬৫ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৩১ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬৩ পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৬৭০ জনের।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন, ফেল থেকে পাস করেছেন ৩১ জন। আর অন্যান্য গ্রেডে জিপিএ পরিবর্তন হয়েছে ৬৮ জনের।
মোট ৫ হাজার ৯১৭ জন ২১ হাজার ৯৫টি পত্রের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। কারিগরি বোর্ডে ৬ হাজার ২৮৯ জন প্রার্থী পুনঃনিরীক্ষার আবেদন করে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন। ফল পরিবর্তন হয়েছে ১০ জনের। জিপিএ ফাইভ বেড়েছে ১৬ জনের।
আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকালে এ মন্তব্য করেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
৩১ মিনিট আগেস্নাতক পর্যায়ে বিদেশে পড়াশোনা করতে চাইলে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হলো SAT (Scholastic Assessment Test)। এটি মূলত ইংরেজি পড়া, লেখা এবং গণিতে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। বিশেষত, যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য SAT স্কোর বেশ গুরুত্বপূর্ণ।
৬ ঘণ্টা আগেইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয়ের এই বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন।
৬ ঘণ্টা আগেরাজধানীর সরকারি সাত কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়/সমকক্ষ হওয়ার আগপর্যন্ত এর সার্বিক কার্যক্রম পরিচালিত হবে অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষের নেতৃত্বে। আর পুরো কার্যক্রমের নজরদারিতে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সদস্য।
১ দিন আগে