Ajker Patrika

ইউল্যাবে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রশিক্ষণ কর্মসূচির মাস্টার ক্লাস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ইউল্যাবে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রশিক্ষণ কর্মসূচির মাস্টার ক্লাস অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের উদ্যোগে ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো প্রথম মাস্টার ক্লাস। এতে বক্তা হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক ড. লেন ক্লার্ক ও অন্যজন মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ মাইক ক্যাস্টেলুচ্চি।

গতকাল শুক্রবার রাত ৮টায় ঘণ্টাব্যাপী এ মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়। ‘দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অব স্টোরি টেলিং’ শীর্ষক এই মাস্টার ক্লাসটি ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রেনিং প্রোগ্রামের একটি কার্যক্রম হিসেবে অনুষ্ঠিত হয়।

মাস্টার ক্লাসে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. কাবিল খান।

আলোচনায় বক্তারা ভিজ্যুয়াল স্টোরি তৈরি করতে যে কলাকৌশল জানতে হয়, কোনো ভিডিও কীভাবে দর্শকের গ্রহণযোগ্যতা পেতে পারে, সেসব বিষয় নিয়ে। দর্শকের মনস্তাত্ত্বিক বিষয়, কেন একজন দর্শন একটি ভিডিও দেখবেন, একটি স্টোরি কীভাবে দর্শককে নাড়া দেয়—সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ড. লেন ক্লার্ক। অন্যদিকে, মাইক ক্যাস্টেলুচ্চি আলোচনা করেছেন স্টোরি আর্ট নিয়ে। কীভাবে একটি মোবাইল ফোন দিয়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সাংবাদিকতা করা যায়, সে কলাকৌশল নিয়ে তিনি কথা বলেছেন।

মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. কাবিল খান বলেন, ‘প্রোগ্রামে দেশ-বিদেশ থেকে প্রায় ৮০ জন অংশগ্রহণকারী আজকের এই মাস্টার ক্লাসে উপস্থিত ছিলেন। এর আগে ১৫৭ জন শিক্ষার্থী এই মাস্টার ক্লাসে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। সেই সঙ্গে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও ভিয়েতনাম থেকে বেশ কয়েকজন জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।’

উদ্যোক্তারা জানান, ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রেনিং প্রোগ্রাম থেকে আয়োজন করা হবে মাস্টার ক্লাস, সেমিনার, ওয়েবিনার, ওয়ার্কশপ, বুটক্যাম্প, যেখানে প্রশিক্ষক ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশ এবং দেশের বাইরের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত