Ajker Patrika

সব শিক্ষার্থীকে অনলাইনে জন্ম নিবন্ধন করতে হবে

নিজস্ব প্রতিবেদক
সব শিক্ষার্থীকে অনলাইনে জন্ম নিবন্ধন করতে হবে

ঢাকা: প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীকে স্বতন্ত্র আইডি নম্বর দেবে সরকার। এজন্য শিক্ষার্থীদের অনলাইনে জন্ম নিবন্ধন করতে হবে।

এর আগে যারা গতানুগতিক পদ্ধতিতে জন্ম নিবন্ধন করেছেন, তাদেরও স্বতন্ত্র আইডির জন্য পুনরায় অনলাইনে জন্ম নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে সরকার।

শিক্ষার্থীদের স্বতন্ত্র আইডি তৈরি প্রকল্প ‘এস্টাবলিশমেন্ট অব ইন্ট্রিগ্রেটেড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’র (আইইআইএমএস) প্রকল্প পরিচালক রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন।

সেখানে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীর ডাটাবেইজ তৈরি করে স্বতন্ত্র আইডি দিতে শিক্ষার্থীদের তথ্যছক পূরণ করা হচ্ছে। যেসব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে দেননি তাদের জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে করে ফরমে যুক্ত করতে হবে।

আইইআইএমএস বলছে, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ অনলাইনে যাচাই করার পর স্বতন্ত্র আইডি দেওয়া হবে। হাতে লেখা জন্ম সনদের নম্বর অনলাইনে যাচাই করা যাবে না। স্বতন্ত্র আইডি দেওয়ার আগে শিক্ষার্থীদের জন্ম সনদ ও জন্ম তারিখ যাচাই করা হবে।

যেসব শিক্ষার্থীর জন্ম সনদ অনলাইনে করা নেই তাদের অনলাইনে জন্ম নিবন্ধন করতে জরুরি ভিত্তিতে জানাতে শিক্ষা প্রতিষ্ঠাগুলোর প্রধানের অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত