নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গবেষণায় কৃতিত্বের ফলস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ের ‘রিসার্চ ইনোভেশন কমার্শিয়ালাইজেন অ্যান্ড এন্ট্রারপেনারশিপ শোকেস-২০২১’ প্রদর্শনীতে গ্রিন ইউনিভার্সিটি শিক্ষকদের তিনটি গবেষণা প্রজেক্ট পুরস্কৃত হয়েছে।
বুধবার মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে মোট তিন ক্যাটাগরিতে এই পুরস্কার পান গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকেরা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-গোল্ড ক্যাটাগরিতে টেক্সটাইল বিভাগের শিক্ষক মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন টিমের মো. আব্দুল্লাহ আল মামুন, ড. হাসান শাহরিয়ার, মো. মাহবুবুর রহমান ও মো. মনির হোসেন। এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে ইইই বিভাগের চেয়ারম্যান ড. এএসএম শিহাবুদ্দিন ও একই বিভাগের শিক্ষক মো. ইমামুল ইসলামের নেতৃত্বাধীন টিম মেম্বার হিসেবে মো. হাসান মারুফ, ড. আহমেদ আল মনসুর, মো. আসিফ উল হক, ড. রাতিল হাসনাত আশিক পুরস্কৃত হন।
এর আগে গবেষণা প্রবন্ধগুলো গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (ক্রিট) আয়োজিত রিসার্চ এক্সিবিশন ২০২১-এ স্থান পায়। সেখান থেকে বাছাইকৃত শীর্ষ তিনটি প্রবন্ধ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের এই প্রতিযোগিতায় অংশ নেয়।
এদিকে গবেষণায় দেশের বাইরে এ ধরনের প্রতিযোগিতায় পুরস্কৃত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ প্রমুখ।
আরআইসিইএস-২০২১ একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকেরা তাদের উদ্ভাবন প্রদর্শন করেন। এ বছর বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা এই প্রতিযোগিতায় অংশ নেন।
গবেষণায় কৃতিত্বের ফলস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ের ‘রিসার্চ ইনোভেশন কমার্শিয়ালাইজেন অ্যান্ড এন্ট্রারপেনারশিপ শোকেস-২০২১’ প্রদর্শনীতে গ্রিন ইউনিভার্সিটি শিক্ষকদের তিনটি গবেষণা প্রজেক্ট পুরস্কৃত হয়েছে।
বুধবার মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে মোট তিন ক্যাটাগরিতে এই পুরস্কার পান গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকেরা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-গোল্ড ক্যাটাগরিতে টেক্সটাইল বিভাগের শিক্ষক মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন টিমের মো. আব্দুল্লাহ আল মামুন, ড. হাসান শাহরিয়ার, মো. মাহবুবুর রহমান ও মো. মনির হোসেন। এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে ইইই বিভাগের চেয়ারম্যান ড. এএসএম শিহাবুদ্দিন ও একই বিভাগের শিক্ষক মো. ইমামুল ইসলামের নেতৃত্বাধীন টিম মেম্বার হিসেবে মো. হাসান মারুফ, ড. আহমেদ আল মনসুর, মো. আসিফ উল হক, ড. রাতিল হাসনাত আশিক পুরস্কৃত হন।
এর আগে গবেষণা প্রবন্ধগুলো গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (ক্রিট) আয়োজিত রিসার্চ এক্সিবিশন ২০২১-এ স্থান পায়। সেখান থেকে বাছাইকৃত শীর্ষ তিনটি প্রবন্ধ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের এই প্রতিযোগিতায় অংশ নেয়।
এদিকে গবেষণায় দেশের বাইরে এ ধরনের প্রতিযোগিতায় পুরস্কৃত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ প্রমুখ।
আরআইসিইএস-২০২১ একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকেরা তাদের উদ্ভাবন প্রদর্শন করেন। এ বছর বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা এই প্রতিযোগিতায় অংশ নেন।
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে নতুন প্রায় ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোয় মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা, পঞ্চম শ্রেণিতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।
৩ ঘণ্টা আগেবিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তি উন্নতি হচ্ছে। প্রযুক্তির প্রভাব মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি একদিকে যেমন জীবনকে সহজ করছে অন্যদিকে এটি শিক্ষার ধরন, পদ্ধতি ও কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যে জন্ম ও কানাডায় বেড়ে ওঠা ম্যালকম গ্ল্যাডওয়েল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক ও বক্তা। তাঁর অন্যতম বই হলো আউটলায়ার্স। বইটি বিশ্বের অনেক ভাষায় অনূদিত হয়ে মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তক বা শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ হওয়া উচিত নয়। এটি ব্যক্তিত্ব গঠনের, দক্ষতা বিকাশের এবং ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার এক বিশাল ক্ষেত্র। এই সময় ক্লাব কার্যক্রমে যুক্ত হওয়া শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে পারে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উল্লেখযো
৩ ঘণ্টা আগে