Ajker Patrika

রকেট ও নগদে ফি জমা দিতে পারবে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২১, ১০: ১৯
রকেট ও নগদে ফি জমা দিতে পারবে জবি শিক্ষার্থীরা

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষাসহ অন্যান্য ফি জমা দিতে চালু হয়েছে মোবাইল ব্যাংকিং সিস্টেম রকেট ও নগদসেবা। বুধবার মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।

ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, এরই মধ্যে রকেটসেবা যুক্ত হয়েছে। বুধবার রাতের মধ্যে নগদসেবাও চালু হওয়ার কথা রয়েছে। নগদ কর্তৃপক্ষ সার্ভিস চালু করলে সেটির ম্যানুয়াল আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত করে দেব। রকেট ও নগদ সহজলভ্য হওয়ায় শিক্ষার্থীরা এখন যেকোনো জায়গা থেকে সহজেই ফি জমা দিতে পারবেন।

এ সময় তিনি আরও বলেন, এখন ফি জমা দিতে যেসব সমস্যা হবে সেগুলো অভ্যন্তরীণ সমস্যা। ফি জমা দেওয়ার সঙ্গে একজন শিক্ষার্থীর কিছু বিষয় জড়িত। এখন যদি কোনো শিক্ষার্থী ফি জমা দিতে সমস্যার সম্মুখীন হন, তাহলে আইটি দপ্তরে যোগাযোগ করলেই সেটি সমাধান করে দেওয়া হবে ৷ এ ক্ষেত্রে সরাসরি না এসে আইটি দপ্তরের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে। তাহলে সংশ্লিষ্টরা সমস্যার সমাধান করতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই নতুন অপারেটর যুক্ত করা হয়েছে। তবে আইটি দপ্তর এ বিষয়ে বিস্তারিত জানে।

উল্লেখ্য, চলতি বছরের ১ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ও পরীক্ষার ফিসহ অন্যান্য ফি জমা দেওয়ার সুবিধার্থে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের সঙ্গে চুক্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত