বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৬টি অনুষদে ২২টি বিভাগে ২৯২টি আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু হয়েছে। আজ রোববার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস প্রত্যেক বিভাগে অনুষ্ঠিত হয়।
অনুষদভুক্ত ডিনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিনিয়ত শিক্ষার্থীরা ভর্তি মাইগ্রেশন হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ায় একের পর এক মেরিট লিস্ট প্রকাশ করেও আসন পূরণ করা সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান অনুষদে ২১৯টি, মানবিক ৩৪টি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৯টি আসন ফাঁকা রেখে ৮ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ২৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছে ১ হাজার ১০৩ জন শিক্ষার্থী। ফলে ২২ বিভাগের মধ্যে ১৬টিতে এখনো ২৯২টি আসন ফাঁকা রয়েছে।
এর মধ্যে বাংলা বিভাগে ৭৫ আসনের ১৬টি, ইংরেজি বিভাগে ৬৫ আসনের ৩, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ৭৫ আসনের ২০, সমাজবিজ্ঞান বিভাগে ৬৫ আসনের ২০, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৬৫ আসনের ৫৩, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ আসনের ১৯, লোকপ্রশাসন বিভাগে ৬৫ আসনের ৬, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৬০ আসনের ৫, মার্কেটিং বিভাগে ৬০ আসনের ৫, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬০ আসনের ১, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৬০ আসনের ৫টি, গণিত বিভাগে ৭০ আসনের ৩৯, পরিসংখ্যান বিভাগের ৭০ আসনের ৩৭, পদার্থবিজ্ঞান বিভাগের ৭০ আসনের ২২, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৬০ আসনের ১৯টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ৬০ আসনের মধ্যে ফাঁকা রয়েছে ২২টি আসন।
বিভাগগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ক্লাস শুরুর দিনেও ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই অনুপস্থিত ছিলেন।
জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘ভর্তি প্রক্রিয়া চলার পাশাপাশি আনুষ্ঠানিক ক্লাস শুরু করা হলো। ভর্তি প্রক্রিয়া শেষ হলে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ অনুষ্ঠান করা হবে।’
বেরোবি ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ড. মিজানুর রহমান বলেন, ‘এবারের সেশনে প্রথম দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তির তালিকায় ছিল। তবে মাইগ্রেশন চালু রাখার কারণে আমাদের ২৯৫ জন শিক্ষার্থীর আসন ফাঁকা হয়েছে। আশা করছি, আগামী ৫ ফেব্রুয়ারি এই আসন পূরণ হয়ে যাবে।’
বেরোবির ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। অনলাইনে আবেদন চলে ২৭ অক্টোবর পর্যন্ত। পরবর্তী সময় শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আসন পূরণের লক্ষ্যে ধাপে ধাপে ৮টি মেধাতালিকা প্রকাশ করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৬টি অনুষদে ২২টি বিভাগে ২৯২টি আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু হয়েছে। আজ রোববার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস প্রত্যেক বিভাগে অনুষ্ঠিত হয়।
অনুষদভুক্ত ডিনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিনিয়ত শিক্ষার্থীরা ভর্তি মাইগ্রেশন হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ায় একের পর এক মেরিট লিস্ট প্রকাশ করেও আসন পূরণ করা সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান অনুষদে ২১৯টি, মানবিক ৩৪টি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৯টি আসন ফাঁকা রেখে ৮ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ২৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছে ১ হাজার ১০৩ জন শিক্ষার্থী। ফলে ২২ বিভাগের মধ্যে ১৬টিতে এখনো ২৯২টি আসন ফাঁকা রয়েছে।
এর মধ্যে বাংলা বিভাগে ৭৫ আসনের ১৬টি, ইংরেজি বিভাগে ৬৫ আসনের ৩, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ৭৫ আসনের ২০, সমাজবিজ্ঞান বিভাগে ৬৫ আসনের ২০, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৬৫ আসনের ৫৩, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ আসনের ১৯, লোকপ্রশাসন বিভাগে ৬৫ আসনের ৬, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৬০ আসনের ৫, মার্কেটিং বিভাগে ৬০ আসনের ৫, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬০ আসনের ১, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৬০ আসনের ৫টি, গণিত বিভাগে ৭০ আসনের ৩৯, পরিসংখ্যান বিভাগের ৭০ আসনের ৩৭, পদার্থবিজ্ঞান বিভাগের ৭০ আসনের ২২, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৬০ আসনের ১৯টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ৬০ আসনের মধ্যে ফাঁকা রয়েছে ২২টি আসন।
বিভাগগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ক্লাস শুরুর দিনেও ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই অনুপস্থিত ছিলেন।
জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘ভর্তি প্রক্রিয়া চলার পাশাপাশি আনুষ্ঠানিক ক্লাস শুরু করা হলো। ভর্তি প্রক্রিয়া শেষ হলে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ অনুষ্ঠান করা হবে।’
বেরোবি ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ড. মিজানুর রহমান বলেন, ‘এবারের সেশনে প্রথম দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তির তালিকায় ছিল। তবে মাইগ্রেশন চালু রাখার কারণে আমাদের ২৯৫ জন শিক্ষার্থীর আসন ফাঁকা হয়েছে। আশা করছি, আগামী ৫ ফেব্রুয়ারি এই আসন পূরণ হয়ে যাবে।’
বেরোবির ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। অনলাইনে আবেদন চলে ২৭ অক্টোবর পর্যন্ত। পরবর্তী সময় শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আসন পূরণের লক্ষ্যে ধাপে ধাপে ৮টি মেধাতালিকা প্রকাশ করা হয়।
মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে নবম শ্রেণির সকল বালিকা। এ সময় তারা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, সাইক্লিং, হ্যান্ডবল, দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন একক ও দলগত প্রতিযোগিতায়
১২ ঘণ্টা আগেনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
১ দিন আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
১ দিন আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১ দিন আগে