Ajker Patrika

বেরোবিতে ২৯২ আসন ফাঁকা রেখে প্রথম বর্ষের ক্লাস শুরু

বেরোবি প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২২: ১৫
বেরোবিতে ২৯২ আসন ফাঁকা রেখে প্রথম বর্ষের ক্লাস শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৬টি অনুষদে ২২টি বিভাগে ২৯২টি আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু হয়েছে। আজ রোববার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস প্রত্যেক বিভাগে অনুষ্ঠিত হয়। 

অনুষদভুক্ত ডিনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিনিয়ত শিক্ষার্থীরা ভর্তি মাইগ্রেশন হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ায় একের পর এক মেরিট লিস্ট প্রকাশ করেও আসন পূরণ করা সম্ভব হচ্ছে না। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান অনুষদে ২১৯টি, মানবিক ৩৪টি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৯টি আসন ফাঁকা রেখে ৮ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ২৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছে ১ হাজার ১০৩ জন শিক্ষার্থী। ফলে ২২ বিভাগের মধ্যে ১৬টিতে এখনো ২৯২টি আসন ফাঁকা রয়েছে। 

এর মধ্যে বাংলা বিভাগে ৭৫ আসনের ১৬টি, ইংরেজি বিভাগে ৬৫ আসনের ৩, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ৭৫ আসনের ২০, সমাজবিজ্ঞান বিভাগে ৬৫ আসনের ২০, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৬৫ আসনের ৫৩, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ আসনের ১৯, লোকপ্রশাসন বিভাগে ৬৫ আসনের ৬, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৬০ আসনের ৫, মার্কেটিং বিভাগে ৬০ আসনের ৫, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬০ আসনের ১, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৬০ আসনের ৫টি, গণিত বিভাগে ৭০ আসনের ৩৯, পরিসংখ্যান বিভাগের ৭০ আসনের ৩৭, পদার্থবিজ্ঞান বিভাগের ৭০ আসনের ২২, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৬০ আসনের ১৯টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ৬০ আসনের মধ্যে ফাঁকা রয়েছে ২২টি আসন। 

বিভাগগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ক্লাস শুরুর দিনেও ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই অনুপস্থিত ছিলেন। 

জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘ভর্তি প্রক্রিয়া চলার পাশাপাশি আনুষ্ঠানিক ক্লাস শুরু করা হলো। ভর্তি প্রক্রিয়া শেষ হলে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ অনুষ্ঠান করা হবে।’ 

বেরোবি ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ড. মিজানুর রহমান বলেন, ‘এবারের সেশনে প্রথম দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তির তালিকায় ছিল। তবে মাইগ্রেশন চালু রাখার কারণে আমাদের ২৯৫ জন শিক্ষার্থীর আসন ফাঁকা হয়েছে। আশা করছি, আগামী ৫ ফেব্রুয়ারি এই আসন পূরণ হয়ে যাবে।’ 

বেরোবির ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। অনলাইনে আবেদন চলে ২৭ অক্টোবর পর্যন্ত। পরবর্তী সময় শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আসন পূরণের লক্ষ্যে ধাপে ধাপে ৮টি মেধাতালিকা প্রকাশ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত