Ajker Patrika

এনএসইউ স্টার্টআপস নেক্সট আয়োজিত সভায় অভিজ্ঞতা তুলে ধরলেন সাদিয়া হক

বিজ্ঞপ্তি 
এনএসইউ স্টার্টআপস নেক্সট আয়োজিত সভায় অভিজ্ঞতা তুলে ধরলেন সাদিয়া হক। ছবি: সংগৃহীত
এনএসইউ স্টার্টআপস নেক্সট আয়োজিত সভায় অভিজ্ঞতা তুলে ধরলেন সাদিয়া হক। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ উদ্যোক্তা এবং শিক্ষকরাও অংশ নেন।

এনএসইউ স্টার্টআপস নেক্সটের সমন্বয়ক কাজী তাফসিরুল ইসলাম ও ফায়েজ ইবনে হোসেন সেমিনারটি সঞ্চালনা করেন। বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে সাদিয়া হকের স্টার্টআপ দাঁড় করানোর অভিজ্ঞতা অনুষ্ঠানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভিন্ন কিছু করার অনুপ্রেরণা তৈরি করে।

প্রাথমিক পর্যায়ের উদ্যোক্তাদের জন্য ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের গুরুত্ব তুলে ধরে সাদিয়া হক বলেন, প্রাথমিক পর্যায়ে পণ্য বা সেবার চেয়ে একজন উদ্যোক্তার জন্য যোগাযোগ দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। আপনার আইডিয়া বিক্রি করা গুরুত্বপূর্ণ নয়। নিজেকে বিক্রি করা জরুরি।

প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি অতিথির কাছে উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। আন্তর্জাতিক স্টার্টআপগুলোর সঙ্গে তাল মিলিয়ে উদ্যোক্তাদের শক্তিশালী করে তুলতে কাজ করে যাচ্ছে এনএসইউ স্টার্টআপস নেক্সট। পাশাপাশি বাংলাদেশকে স্টার্টআপ অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন স্টার্টআপ ইনকিউবেটরগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত