Ajker Patrika

৩য় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট: চ্যাম্পিয়ন ইউআইইউ

ক্যাম্পাস ডেস্ক
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪২
৩য় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট: চ্যাম্পিয়ন ইউআইইউ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) ‘উপায় প্রেজেন্টস ৩য় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৩’ শীর্ষক দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ডিবেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে ছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং অ্যাসোসিয়েশন (ব্রুডা)।

এবারের ডিবেট চ্যাম্পিয়নশিপে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয় এবং চুয়েট, রুয়েট, ইউআইইউসহ মোট ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ইউআইইউডিসি ফাইনাল রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ইউআইইউ ডিবেট ক্লাবের দুই বিতার্কিক ছিলেন ডেটা সায়েন্স বিভাগের আবদুল্লাহ আল হাবিব বাঁধন ও অর্থনীতি বিভাগের কে এম ইসমাইল সাফা। বাঁধন ডিবেটার অব দ্য টুর্নামেন্ট এবং ডিবেটার অব দ্য ফাইনাল দুটি স্বীকৃতি অর্জন করেন। কে এম ইসমাইল সাফা তৃতীয় সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেন।

ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বিজয়ী সদস্যদের জাতীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জনে অভিনন্দন জানান। এ ছাড়া তিনি ইউআইইউ শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত