কে এম হিমেল আহমেদ, রংপুর
ক্যাম্পাসের কবি হেয়াত মামুদ ভবনের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনের চত্বর। এ জায়গায় সপ্তাহের সোম ও বৃহস্পতিবার দেখা মেলে সংগঠনের সদস্যদের। এ চত্বরে বসেই যুক্তিতর্কের চর্চা করেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) বিতার্কিকেরা। এখানে বসেই জাতীয় সব প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে থাকেন তাঁরা। খোলা আকাশের নিচে সবুজে ঘেরা পরিবেশে বিতার্কিকদের এই অনুশীলন ১০ বছর পার করেছে। ২০১৩ সালের ৮ আগস্ট ‘যৌক্তিক পথ চলা’ স্লোগানে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের এই প্রথম বিতর্ক সংগঠন।
বিতর্ক সংগঠন ব্রুডার এক দশকের যাত্রায় সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে বিভিন্ন অর্জন। গুটিকয়েক শিক্ষার্থী নিয়ে গড়ে উঠেছিল এটি। বিতর্ক ও সংস্কৃতিচর্চাই ব্রুডার মুখ্য উদ্দেশ্য। প্রতিষ্ঠার পর থেকে রংপুরের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক ক্যাটাগরির কর্মশালার আয়োজন করে সাড়া ফেলেছে সংগঠনটি। গত তিন বছরে ব্রুডা দেড় শতাধিক কর্মশালার আয়োজন করে। এসব কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা হাজারের বেশি। বর্তমানে সংগঠনটির সক্রিয় সদস্য ১২০ জন এবং অনিয়মিত সদস্যের সংখ্যা প্রায় ৫০ জন।
ব্রুডার নানান অর্জন
গত এক দশকে অর্ধশত পুরস্কার পেয়েছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন। এগুলোর মধ্যে আছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম এবং ডিবেট ফর ডেমোক্রেসির এটিএন বাংলা ডিবেট চ্যাম্পিয়ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ব্রুডা প্রেজেন্ট মুজিব ১০০ জাতীয় বিতর্কের চ্যাম্পিয়ন, ইয়ুথ ভয়েস ফর ডেমোক্রেসি চ্যাম্পিয়ন, জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় রানার আপসহ বিভিন্ন পুরস্কার। বিতর্কের বাইরেও ব্রুডা কাজ করে যাচ্ছে মানসিক স্বাস্থ্য, গবেষণা, মানবিক ও যোগ্য ক্যারিয়ার গঠন, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং ইত্যাদি বিষয়ে।
ব্রুডার সভাপতি সাইদুজ্জামান বাপ্পি বলেন, ‘গত ১০ বছরে পরিপূর্ণ সংগঠন হয়ে ওঠার পেছনে আছে বেশ কয়েকজনের নাম। বিতর্ক অঙ্গনে অগণিত মহারথী তৈরি করে যাবে সংগঠনটি, এই আমাদের প্রত্যাশা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিতর্কে এই সংগঠন বিশুদ্ধ বাতাস ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন এক দশক পার করল, এটি আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। বিতর্কের মাধ্যমে সমাজ বিকাশের প্রচেষ্টা তাদের অব্যাহত থাকুক, এই কামনা রইল।’
ক্যাম্পাসের কবি হেয়াত মামুদ ভবনের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনের চত্বর। এ জায়গায় সপ্তাহের সোম ও বৃহস্পতিবার দেখা মেলে সংগঠনের সদস্যদের। এ চত্বরে বসেই যুক্তিতর্কের চর্চা করেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) বিতার্কিকেরা। এখানে বসেই জাতীয় সব প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে থাকেন তাঁরা। খোলা আকাশের নিচে সবুজে ঘেরা পরিবেশে বিতার্কিকদের এই অনুশীলন ১০ বছর পার করেছে। ২০১৩ সালের ৮ আগস্ট ‘যৌক্তিক পথ চলা’ স্লোগানে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের এই প্রথম বিতর্ক সংগঠন।
বিতর্ক সংগঠন ব্রুডার এক দশকের যাত্রায় সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে বিভিন্ন অর্জন। গুটিকয়েক শিক্ষার্থী নিয়ে গড়ে উঠেছিল এটি। বিতর্ক ও সংস্কৃতিচর্চাই ব্রুডার মুখ্য উদ্দেশ্য। প্রতিষ্ঠার পর থেকে রংপুরের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক ক্যাটাগরির কর্মশালার আয়োজন করে সাড়া ফেলেছে সংগঠনটি। গত তিন বছরে ব্রুডা দেড় শতাধিক কর্মশালার আয়োজন করে। এসব কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা হাজারের বেশি। বর্তমানে সংগঠনটির সক্রিয় সদস্য ১২০ জন এবং অনিয়মিত সদস্যের সংখ্যা প্রায় ৫০ জন।
ব্রুডার নানান অর্জন
গত এক দশকে অর্ধশত পুরস্কার পেয়েছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন। এগুলোর মধ্যে আছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম এবং ডিবেট ফর ডেমোক্রেসির এটিএন বাংলা ডিবেট চ্যাম্পিয়ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ব্রুডা প্রেজেন্ট মুজিব ১০০ জাতীয় বিতর্কের চ্যাম্পিয়ন, ইয়ুথ ভয়েস ফর ডেমোক্রেসি চ্যাম্পিয়ন, জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় রানার আপসহ বিভিন্ন পুরস্কার। বিতর্কের বাইরেও ব্রুডা কাজ করে যাচ্ছে মানসিক স্বাস্থ্য, গবেষণা, মানবিক ও যোগ্য ক্যারিয়ার গঠন, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং ইত্যাদি বিষয়ে।
ব্রুডার সভাপতি সাইদুজ্জামান বাপ্পি বলেন, ‘গত ১০ বছরে পরিপূর্ণ সংগঠন হয়ে ওঠার পেছনে আছে বেশ কয়েকজনের নাম। বিতর্ক অঙ্গনে অগণিত মহারথী তৈরি করে যাবে সংগঠনটি, এই আমাদের প্রত্যাশা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিতর্কে এই সংগঠন বিশুদ্ধ বাতাস ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন এক দশক পার করল, এটি আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। বিতর্কের মাধ্যমে সমাজ বিকাশের প্রচেষ্টা তাদের অব্যাহত থাকুক, এই কামনা রইল।’
মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে নবম শ্রেণির সকল বালিকা। এ সময় তারা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দড়ি লাফ, সাইক্লিং, হ্যান্ডবল, দৌড় প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন একক ও দলগত প্রতিযোগিতায়
৭ ঘণ্টা আগেনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
১৭ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
১৭ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১ দিন আগে