Ajker Patrika

সাউথইস্ট ইউনিভার্সিটি নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাল

বিজ্ঞপ্তি  
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৪: ৩৩
সাউথইস্ট ইউনিভার্সিটি নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাল। ছবি: সংগৃহীত
সাউথইস্ট ইউনিভার্সিটি নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাল। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি ২০২৪ সালের ফল সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ১৩ ও ১৪ নভেম্বরে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে আয়োজিত মোট চারটি সেশনে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

১৩ নভেম্বর বেলা ১১টায় উদ্বোধন অধিবেশন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। একই দিনে বেলা ৩টায় দ্বিতীয় অধিবেশনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), স্থাপত্য ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ অধিবেশনের প্রধান অতিথি ছিলেন আনলিমা টেক্সটাইল লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (প্রোডাকশন) রাশেদা সরকার ফ্যান্সি। প্রথম দিনের অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন।

১৪ নভেম্বর দিনটি শুরু হয় তৃতীয় অধিবেশনের মাধ্যমে বেলা ১১টায়। এতে বাংলা, ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এই সেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (ভ্যাট-পলিসি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। চতুর্থ অধিবেশনটি একই দিনে বেলা ৩টায় অনুষ্ঠিত হয়, যেখানে সাউথইস্ট বিজনেস স্কুলের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন এফসিএ, আইসিএবির সাবেক সভাপতি এবং এক্সপো গ্রুপের পরিচালক এবং সিইও মাহমুদুল হাসান খসরু।

শেষ দিনের অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম। নবীনবরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানেরা, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের আন্তরিক স্বাগত জানান।

অতিথিরা নবীন শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা ও নিষ্ঠতার ওপর জোর দেন। তাঁরা আত্মোন্নয়নের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত