Ajker Patrika

ওরা পাখির বাসা বোনে

পল্লব আহমেদ সিয়াম, ইবি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৩৯
ওরা পাখির বাসা বোনে

একসময় মানুষের ঘুম ভাঙত পাখির কিচিরমিচির শব্দে। গহিন অরণ্য ছাড়া এখন আর তা শুনতে পাওয়া যায় না। নগরায়ণের এই যুগে বন উজাড় করা হচ্ছে প্রতিনিয়ত। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি।

পাখিদের জীবন যেন নিরাপদ ও কিছুটা স্বস্তিকর হয়, সে জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করেছেন ‘অভয়ারণ্য’ নামে একটি সংগঠন। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ভেতর পাখিদের জন্য নিরাপদ বাসস্থান তৈরি ও খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছে। পাখিদের নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে গাছের ডালে ডালে মাটির মটকা লাগিয়ে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, লেকের ধারে, আমতলা, প্রকৌশল ভবনসহ বেশ কয়েক জায়গায় গাছে হাঁড়ি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সর্বত্র হাঁড়ি স্থাপন করা হবে বলে জানান অভয়ারণ্যের সদস্যরা। এসব অর্থের জোগান আসছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে।

সংগঠনের সভাপতি ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘আমরা পাখিদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। যদি বিশ্ববিদ্যালয়ে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারি, তাহলে প্রতিবছর আরও বেশি অতিথি পাখি আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত