জবি প্রতিনিধি
২০২৪–২৫ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছে। এর মধ্যে ১৫৪ কোটি ৯৪ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৮ কোটি ৩০ লাখ টাকা। ফলে ঘাটতি থাকবে ৩৭ কোটি ৭৬ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এক বিশেষ সিন্ডিকেটে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী।
২০১ কোটি টাকার বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। সে হিসাবে গবেষণা–উদ্ভাবন মিলিয়ে মোট বরাদ্দ বাজেটের ৪ দশমিক ৫৮ শতাংশ।
এদিকে প্রস্তাবিত বাজেটের ৫৮ দশমিক ০২ শতাংশই (১১৬ কোটি ৬২ লাখ টাকা) ব্যয় হবে শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনে।
বাজেট উপস্থাপনের সময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের কলেবর বৃদ্ধি পেলেও চাহিদা অনুযায়ী ইউজিসি থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় খাতওয়ারি বাজেট বণ্টন করতে হিমশিম খেতে হয়েছে। আমাদের সম্পদ সীমিত, অভ্যন্তরীণ অর্থ প্রাপ্তির উৎসও যৎসামান্য। তাই বিশ্ববিদ্যালয় পরিচালনায় বহুলাংশে নির্ভর করতে হয় সরকারি বরাদ্দের ওপর।
কোষাধ্যক্ষ আরও বলেন, ২০২৩–২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০২৪–২৫ অর্থবছরে ইউজিসির মঞ্জুরিকৃত মূল বাজেট বরাদ্দ ৪ কোটি ৪৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট ৪২ কোটি ২৫ লাখ টাকা বেশি। প্রায় প্রতিটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চাহিদার তুলনায় ইউজিসি অনেক কম বাজেট বরাদ্দ দিয়েছে। এমন আর্থিক চাপের মধ্যে একটি ভালো বাজেট তৈরি করা আক্ষরিক অর্থেই কষ্টসাধ্য।
বাজেট–ঘাটতির বিষয়ে কোষাধ্যক্ষ বলেন, সত্যি বলতে আমাদের নিজস্ব তহবিল থেকে এ মুহূর্তে ঘাটতি মেটানো সম্ভব না। ইউজিসির ওপর নির্ভর করতে হবে আমাদের।
২০২৪–২৫ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছে। এর মধ্যে ১৫৪ কোটি ৯৪ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আসবে ৮ কোটি ৩০ লাখ টাকা। ফলে ঘাটতি থাকবে ৩৭ কোটি ৭৬ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এক বিশেষ সিন্ডিকেটে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী।
২০১ কোটি টাকার বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। সে হিসাবে গবেষণা–উদ্ভাবন মিলিয়ে মোট বরাদ্দ বাজেটের ৪ দশমিক ৫৮ শতাংশ।
এদিকে প্রস্তাবিত বাজেটের ৫৮ দশমিক ০২ শতাংশই (১১৬ কোটি ৬২ লাখ টাকা) ব্যয় হবে শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনে।
বাজেট উপস্থাপনের সময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের কলেবর বৃদ্ধি পেলেও চাহিদা অনুযায়ী ইউজিসি থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় খাতওয়ারি বাজেট বণ্টন করতে হিমশিম খেতে হয়েছে। আমাদের সম্পদ সীমিত, অভ্যন্তরীণ অর্থ প্রাপ্তির উৎসও যৎসামান্য। তাই বিশ্ববিদ্যালয় পরিচালনায় বহুলাংশে নির্ভর করতে হয় সরকারি বরাদ্দের ওপর।
কোষাধ্যক্ষ আরও বলেন, ২০২৩–২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০২৪–২৫ অর্থবছরে ইউজিসির মঞ্জুরিকৃত মূল বাজেট বরাদ্দ ৪ কোটি ৪৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট ৪২ কোটি ২৫ লাখ টাকা বেশি। প্রায় প্রতিটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চাহিদার তুলনায় ইউজিসি অনেক কম বাজেট বরাদ্দ দিয়েছে। এমন আর্থিক চাপের মধ্যে একটি ভালো বাজেট তৈরি করা আক্ষরিক অর্থেই কষ্টসাধ্য।
বাজেট–ঘাটতির বিষয়ে কোষাধ্যক্ষ বলেন, সত্যি বলতে আমাদের নিজস্ব তহবিল থেকে এ মুহূর্তে ঘাটতি মেটানো সম্ভব না। ইউজিসির ওপর নির্ভর করতে হবে আমাদের।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
৬ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
৬ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০ ঘণ্টা আগেজমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন...
২০ ঘণ্টা আগে