Ajker Patrika

রাজশাহীতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫। ছবি: সংগৃহীত

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছিল ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫, সেমিনার ও বিভিন্ন প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

অনুষ্ঠানে ‘স্টার্টআপ ফান্ডামেন্টালস: মাস্টারিং দ্য এসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং আ বিজনেস’ শীর্ষক মাস্টারক্লাস এবং ‘দ্য স্টার্টআপ জার্নি: অ্যান্ড ইন্সপায়ারিং স্টোরি অব বিল্ডিং আ বিজনেস ফ্রম দ্য গ্রাউন্ডআপ’ শীর্ষক ফায়ার সাইড চ্যাট অনুষ্ঠিত হয়। পরে ‘ফ্রম আইডিয়া টু স্কেল: হাউ ইকোসিস্টেম এনাবলার্স ক্যান এক্সিলারেট ইওর স্টার্টআপ’ এবং ‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট: নেভিগেটিং দ্য ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে তরুণ অংশগ্রহণকারী স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।

ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল ও কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলোকে উৎসাহিত করা। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসব্যাপী রাজশাহী ও রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহে পাঁচটি প্রধান বিভাগে সামিট অনুষ্ঠিত হবে।

১৩ ফেব্রুয়ারি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ১৭ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ে, ২২ ফেব্রুয়ারি জিইসি কনভেনশন সেন্টার, চট্টগ্রামে এবং সর্বশেষ চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হবে।

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের রাজশাহী ও রংপুর পর্বে প্রথম স্থান অর্জন করে ‘অনন্দপথ’ প্রকল্প, দ্বিতীয় স্থান অর্জন করে ‘সিস্টেমসেইজ সল্যুশনস’ প্রকল্প এবং তৃতীয় স্থান অর্জন করে ‘স্কিনকেয়ার এআই’ প্রকল্প। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রকল্পসমূহকে যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দীন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত