বিনোদন ডেস্ক
বলিউডের আদর্শ জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। মালাইকা অরোরার চেয়ে অর্জুন কাপুর বয়সে প্রায় ১২ বছরের ছোট। তা ছাড়া মালাইকা একসময় আরবাজ খানের স্ত্রী ছিলেন। ফলে শুরুর দিকে তাঁদের সম্পর্ক সরল চোখে দেখতেন না অনেকে। সমালোচনা ছিল। কেউ কেউ তো তাঁদের ‘মা-ছেলে’ বলেও কটাক্ষ করতেন। তবে দিন দিন বদলে গিয়েছিল দৃষ্টিভঙ্গি।
কয়েক বছর ধরে নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক একেবারেই করতেন না মালাইকা-অর্জুন। যেখানে যেতেন মালাইকা, সঙ্গে দেখা যেত অর্জুনকে। দুজনের সোশ্যাল মিডিয়াও হয়ে উঠেছিল তাঁদের প্রেমের ডায়েরি। একসঙ্গে প্রায় সময় ছবি পোস্ট করতেন। আদর্শ অসম প্রেমের দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন তাঁরা। তবে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, এ সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা-অর্জুন।
মালাইকার বাবা মারা যাওয়ার পর যেভাবে সর্বক্ষণ পাশে ছিলেন অর্জুন, তাতে মনে হয়েছিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু অর্জুনের কথার পর আর কোনো আশা রইল না। মালাইকা-অর্জুনের গুঞ্জনে সম্প্রতি সিলমোহর দিলেন অর্জুন কাপুর। গত সোমবার শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দীপাবলি পার্টিতে গিয়েছিল ‘সিংহাম অ্যাগেইন’ টিম।
এ সিনেমার অভিনেতা অর্জুন, সেই সূত্রে তিনিও ছিলেন। সেখানে অর্জুন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দর্শকদের মধ্য থেকে অনেকে বারবার ‘মালাইকা মালাইকা’ বলে চিৎকার করছিলেন। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘এখন আমি সিঙ্গেল, তোমরা রিল্যাক্সে থাকো।’ নিজেদের সম্পর্ক নিয়ে এই প্রথম কোনো বাক্য বের হলো নায়কের মুখ থেকে। তাঁর এ স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে, মালাইকা ও অর্জুন—দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।
২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। ওই বিধ্বস্ত সময়ে মালাইকার পাশে ছিলেন অর্জুন। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু। পরের বছর থেকে ডেটিং শুরু করেন তাঁরা। মালাইকা-অর্জুনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালে লাকমি ফ্যাশন উইকে। পরবর্তী কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে অংশ নিয়েছেন তাঁরা। কফি উইথ করণ অনুষ্ঠানে এ প্রেমের প্রথম স্বীকারোক্তি আসে মালাইকার তরফ থেকে। সম্পর্কের প্রায় ছয় বছর পর অর্জুনের কাছ থেকে এল বিচ্ছেদের খবর।
বলিউডের আদর্শ জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। মালাইকা অরোরার চেয়ে অর্জুন কাপুর বয়সে প্রায় ১২ বছরের ছোট। তা ছাড়া মালাইকা একসময় আরবাজ খানের স্ত্রী ছিলেন। ফলে শুরুর দিকে তাঁদের সম্পর্ক সরল চোখে দেখতেন না অনেকে। সমালোচনা ছিল। কেউ কেউ তো তাঁদের ‘মা-ছেলে’ বলেও কটাক্ষ করতেন। তবে দিন দিন বদলে গিয়েছিল দৃষ্টিভঙ্গি।
কয়েক বছর ধরে নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক একেবারেই করতেন না মালাইকা-অর্জুন। যেখানে যেতেন মালাইকা, সঙ্গে দেখা যেত অর্জুনকে। দুজনের সোশ্যাল মিডিয়াও হয়ে উঠেছিল তাঁদের প্রেমের ডায়েরি। একসঙ্গে প্রায় সময় ছবি পোস্ট করতেন। আদর্শ অসম প্রেমের দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন তাঁরা। তবে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, এ সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা-অর্জুন।
মালাইকার বাবা মারা যাওয়ার পর যেভাবে সর্বক্ষণ পাশে ছিলেন অর্জুন, তাতে মনে হয়েছিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু অর্জুনের কথার পর আর কোনো আশা রইল না। মালাইকা-অর্জুনের গুঞ্জনে সম্প্রতি সিলমোহর দিলেন অর্জুন কাপুর। গত সোমবার শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দীপাবলি পার্টিতে গিয়েছিল ‘সিংহাম অ্যাগেইন’ টিম।
এ সিনেমার অভিনেতা অর্জুন, সেই সূত্রে তিনিও ছিলেন। সেখানে অর্জুন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দর্শকদের মধ্য থেকে অনেকে বারবার ‘মালাইকা মালাইকা’ বলে চিৎকার করছিলেন। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘এখন আমি সিঙ্গেল, তোমরা রিল্যাক্সে থাকো।’ নিজেদের সম্পর্ক নিয়ে এই প্রথম কোনো বাক্য বের হলো নায়কের মুখ থেকে। তাঁর এ স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে, মালাইকা ও অর্জুন—দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।
২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। ওই বিধ্বস্ত সময়ে মালাইকার পাশে ছিলেন অর্জুন। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু। পরের বছর থেকে ডেটিং শুরু করেন তাঁরা। মালাইকা-অর্জুনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালে লাকমি ফ্যাশন উইকে। পরবর্তী কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে অংশ নিয়েছেন তাঁরা। কফি উইথ করণ অনুষ্ঠানে এ প্রেমের প্রথম স্বীকারোক্তি আসে মালাইকার তরফ থেকে। সম্পর্কের প্রায় ছয় বছর পর অর্জুনের কাছ থেকে এল বিচ্ছেদের খবর।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
৯ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৪ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১৪ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১৪ ঘণ্টা আগে