পাঠানের পর আমদানি প্রক্রিয়ায় সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ মে ২০২৩, ১৬: ৫১
আপডেট : ১৪ মে ২০২৩, ১৭: ২৩

গত শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এবার নতুন খবর, আমদানি প্রক্রিয়ায় এবার বাংলাদেশে মুক্তি পেতে পারে সালমান খানের সিনেমা ‘কিসিকা ভাই কিসিকা জান’।

ইতিমধ্যে শতকোটির ওপরে আয় করা সিনেমাটি বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু করেছে এনইউ আহমেদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু আজকের পত্রিকা জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে মুক্তি দিতে ইতিমধ্যে তিনি মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তিনি বলেন, ‘অনুমতি পাওয়ার প্রক্রিয়ায় যেহেতু কয়েকটি ধাপ পার হতে হয়, তাই অপেক্ষা করতে হবে।’

কবে মুক্তি পেতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘কবে মুক্তি পাবে সেই তারিখ এখনো হয়নি। কারণ আমরা এখনো সরকারি অনুমতি পাইনি। তবে অনুমতির জন্য আবেদন করেছি। মিটিংয়ে পাশ হলে, এলসি করে সেন্সর করার পর চূড়ান্ত বলতে পারব কবে মুক্তি পাবে। যত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে তত দ্রুতই ‘‘কিসি কা ভাই কিসি কি জান’’ মুক্তি দেওয়া সম্ভব হবে।’

ঈদ উপলক্ষে গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পায় সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ঈদ উপলক্ষে গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ সিনেমা হলে মুক্তি পায় সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। যার মধ্যে শুধু ভারতেরই ৪ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাকশনে ভরপুর সিনেমাটি, যেখানে ১৬ হাজারেরও বেশি শো চলেছে প্রতিদিন।

দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু ও ভেঙ্কটেশ দগ্গুবাতি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত