বিনোদন ডেস্ক
বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। এক হীরা ব্যবসায়ীকে বিয়ে করে বলিউড ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলছেন তিনি। সম্প্রতি স্বামী আনাসের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানা। এই ওমরাহ তাঁর জন্য একটু বিশেষ। ভক্তরা ধারণা করছেন, এ দম্পতি সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দুটি ছবি পোস্ট করে সানা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’
ছবি পোস্ট করার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সানা। ভক্তদের ধারণা, সানা অন্তঃসত্ত্বা।
তাই হয়তো ওমরাহতে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন তিনি। জাইফ নামে একজন লিখেছেন, ‘তুমি মা হচ্ছ? তাই এই ওমরাহটা এত বিশেষ?’ হোসনা নামে একজন লেখেন, ‘আমরা বুঝতে পারছি আপনি অন্তঃসত্ত্বা, আপনার জন্য শুভকামনা।’
অবশ্য সানা খান কিংবা তাঁর স্বামী আনাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স–এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।
২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয় জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।
বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। এক হীরা ব্যবসায়ীকে বিয়ে করে বলিউড ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলছেন তিনি। সম্প্রতি স্বামী আনাসের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানা। এই ওমরাহ তাঁর জন্য একটু বিশেষ। ভক্তরা ধারণা করছেন, এ দম্পতি সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দুটি ছবি পোস্ট করে সানা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’
ছবি পোস্ট করার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সানা। ভক্তদের ধারণা, সানা অন্তঃসত্ত্বা।
তাই হয়তো ওমরাহতে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন তিনি। জাইফ নামে একজন লিখেছেন, ‘তুমি মা হচ্ছ? তাই এই ওমরাহটা এত বিশেষ?’ হোসনা নামে একজন লেখেন, ‘আমরা বুঝতে পারছি আপনি অন্তঃসত্ত্বা, আপনার জন্য শুভকামনা।’
অবশ্য সানা খান কিংবা তাঁর স্বামী আনাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স–এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।
২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয় জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৯ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১৯ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
২০ ঘণ্টা আগে