বিনোদন ডেস্ক
সিনেমা হলের ব্যবসায় নাম লেখাতে চান বলিউড অভিনেতা সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলিউড ভাইজানের ইচ্ছের কথা উঠে এসেছে।
সিনেমা মুক্তির ক্ষেত্রে বক্স অফিস ক্ল্যাশ একটা বড় সমস্যা। একসঙ্গে বড় তারকাদের সিনেমা মুক্তি পেলে হল ভাগাভাগিতে ক্ষতিগ্রস্ত হতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। আর এই বিষয়ে আগের এক সাক্ষাৎকারে, বক্স অফিস ক্ল্যাশ এড়াতে আরও বেশি করে সিনেমা হল বানানোর আহ্বান জানিয়েছিলেন সালমান। সঙ্গে ইচ্ছা প্রকাশ করেছিলেন সিনেমা হল ব্যবসায়ী হিসেবে নাম লেখানোর।
সংবাদমাধ্যম আবারও তাঁর ইচ্ছের কথাটি জানতে চাইলে সালমান জানিয়েছেন, তাঁর থিয়েটারের ব্যবসায় আসার ইচ্ছে এখনো রয়েছে।
সালমান বলেন, ‘হ্যাঁ। আমি অনেক দিন ধরেই এই ব্যবসায় আসতে চাইছি। যদিও এটা একটা দীর্ঘ প্রক্রিয়া-জমি কিনতে হবে, সিনেমা হল বানাতে হবে। অনুমতি নিতে হবে, কর্মী নিয়োগ করতে হবে সঙ্গে আরও অনেক কিছু। আশা রাখি, আগামী বছর এই কাজ আমি শুরু করতে পারব। কাজ ধীরে ধীরে করব, তবে অবশ্যই করব।’
প্রসঙ্গত, এর আগের ‘রেস থ্রি’, ‘লাভরাত্রি’ সিনেমার পরিবেশক হিসাবেও ব্যবসা করেছেন সালমান। আর তখন থেকেই সিনেমা হল খোলার স্বপ্ন দেখছিলেন তিনি। তবে মুম্বাইতে নয়, ভারতের অন্যান্য জায়গায় সিনেমা হল খোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
সালমান আরও জানান, ‘আমি এই মুহূর্তে ভালো চিত্রনাট্য খুঁজছি। যেখানে অ্যাকশন নয়, ভালো গল্প থাকবে, কমেডি থাকবে এবং আমি সেটা পেয়েছিও। নন অ্যাকশন বলতে যেখানে একটা লক্ষ্য থাকবে, আত্মত্যাগ থাকবে, সততা থাকবে, গান থাকবে, ধামাল থাকবে আবার ক্লাইম্যাক্সও থাকবে। তবে ১০০ জনের সঙ্গে মারপিট নয়। শারীরিক লড়াই-ই শুধু লড়াই নয়। নাটক, প্রেম, ভালো গল্প থাকতে হবে। যেটা পুরো পরিবার বসে একসঙ্গে দেখতে পারবে।’
উল্লেখ্য, গত ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী আয় করেছে ৪২৭ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জানিয়েছে, ভারতে এটি ৩১৬ কোটি রুপি আয় করেছে। আর ভারতের বাইরে এর আয় ১১১ কোটি রুপি।
সিনেমা হলের ব্যবসায় নাম লেখাতে চান বলিউড অভিনেতা সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলিউড ভাইজানের ইচ্ছের কথা উঠে এসেছে।
সিনেমা মুক্তির ক্ষেত্রে বক্স অফিস ক্ল্যাশ একটা বড় সমস্যা। একসঙ্গে বড় তারকাদের সিনেমা মুক্তি পেলে হল ভাগাভাগিতে ক্ষতিগ্রস্ত হতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। আর এই বিষয়ে আগের এক সাক্ষাৎকারে, বক্স অফিস ক্ল্যাশ এড়াতে আরও বেশি করে সিনেমা হল বানানোর আহ্বান জানিয়েছিলেন সালমান। সঙ্গে ইচ্ছা প্রকাশ করেছিলেন সিনেমা হল ব্যবসায়ী হিসেবে নাম লেখানোর।
সংবাদমাধ্যম আবারও তাঁর ইচ্ছের কথাটি জানতে চাইলে সালমান জানিয়েছেন, তাঁর থিয়েটারের ব্যবসায় আসার ইচ্ছে এখনো রয়েছে।
সালমান বলেন, ‘হ্যাঁ। আমি অনেক দিন ধরেই এই ব্যবসায় আসতে চাইছি। যদিও এটা একটা দীর্ঘ প্রক্রিয়া-জমি কিনতে হবে, সিনেমা হল বানাতে হবে। অনুমতি নিতে হবে, কর্মী নিয়োগ করতে হবে সঙ্গে আরও অনেক কিছু। আশা রাখি, আগামী বছর এই কাজ আমি শুরু করতে পারব। কাজ ধীরে ধীরে করব, তবে অবশ্যই করব।’
প্রসঙ্গত, এর আগের ‘রেস থ্রি’, ‘লাভরাত্রি’ সিনেমার পরিবেশক হিসাবেও ব্যবসা করেছেন সালমান। আর তখন থেকেই সিনেমা হল খোলার স্বপ্ন দেখছিলেন তিনি। তবে মুম্বাইতে নয়, ভারতের অন্যান্য জায়গায় সিনেমা হল খোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
সালমান আরও জানান, ‘আমি এই মুহূর্তে ভালো চিত্রনাট্য খুঁজছি। যেখানে অ্যাকশন নয়, ভালো গল্প থাকবে, কমেডি থাকবে এবং আমি সেটা পেয়েছিও। নন অ্যাকশন বলতে যেখানে একটা লক্ষ্য থাকবে, আত্মত্যাগ থাকবে, সততা থাকবে, গান থাকবে, ধামাল থাকবে আবার ক্লাইম্যাক্সও থাকবে। তবে ১০০ জনের সঙ্গে মারপিট নয়। শারীরিক লড়াই-ই শুধু লড়াই নয়। নাটক, প্রেম, ভালো গল্প থাকতে হবে। যেটা পুরো পরিবার বসে একসঙ্গে দেখতে পারবে।’
উল্লেখ্য, গত ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী আয় করেছে ৪২৭ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জানিয়েছে, ভারতে এটি ৩১৬ কোটি রুপি আয় করেছে। আর ভারতের বাইরে এর আয় ১১১ কোটি রুপি।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৯ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
২০ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
২০ ঘণ্টা আগে