বিনোদন ডেস্ক
সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরোনো। পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না—এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি, তবে এর জন্য দিয়েছেন এক শর্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে জানান, সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন, যদি কিছু শর্ত মানা হয়। অভিজিতের কথায়, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’
সালমান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনো সিনেমায় গান করেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান, আর এর জন্যই বলিউড ভাইজানের ওপর তাঁর ক্ষোভ জমতে থাকে।
অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গান করান, তখনো সমালোচনা করেছিলেন অভিজিৎ।
তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী—এমনটাই মনে করেন অভিজিৎ। যখন শাহরুখকে ‘অ্যান্টি ন্যাশনাল’ বলে আক্রমণ করা হয়েছিল, তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ। হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত।
তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের। অভিজিতের কথায়, ‘কিছু সুরকার আছেন, যাঁরা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দেবেন বলে। তাঁরা আবার আমার বন্ধু। কারণ এ ভাবেই ইন্ডাস্ট্রি চলে।’
সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরোনো। পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না—এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি, তবে এর জন্য দিয়েছেন এক শর্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে জানান, সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন, যদি কিছু শর্ত মানা হয়। অভিজিতের কথায়, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’
সালমান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনো সিনেমায় গান করেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান, আর এর জন্যই বলিউড ভাইজানের ওপর তাঁর ক্ষোভ জমতে থাকে।
অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গান করান, তখনো সমালোচনা করেছিলেন অভিজিৎ।
তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী—এমনটাই মনে করেন অভিজিৎ। যখন শাহরুখকে ‘অ্যান্টি ন্যাশনাল’ বলে আক্রমণ করা হয়েছিল, তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ। হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত।
তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের। অভিজিতের কথায়, ‘কিছু সুরকার আছেন, যাঁরা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দেবেন বলে। তাঁরা আবার আমার বন্ধু। কারণ এ ভাবেই ইন্ডাস্ট্রি চলে।’
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
১৫ ঘণ্টা আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে
১৫ ঘণ্টা আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
১৫ ঘণ্টা আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
১৫ ঘণ্টা আগে