বিনোদন ডেস্ক
সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরোনো। পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না—এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি, তবে এর জন্য দিয়েছেন এক শর্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে জানান, সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন, যদি কিছু শর্ত মানা হয়। অভিজিতের কথায়, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’
সালমান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনো সিনেমায় গান করেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান, আর এর জন্যই বলিউড ভাইজানের ওপর তাঁর ক্ষোভ জমতে থাকে।
অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গান করান, তখনো সমালোচনা করেছিলেন অভিজিৎ।
তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী—এমনটাই মনে করেন অভিজিৎ। যখন শাহরুখকে ‘অ্যান্টি ন্যাশনাল’ বলে আক্রমণ করা হয়েছিল, তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ। হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত।
তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের। অভিজিতের কথায়, ‘কিছু সুরকার আছেন, যাঁরা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দেবেন বলে। তাঁরা আবার আমার বন্ধু। কারণ এ ভাবেই ইন্ডাস্ট্রি চলে।’
সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরোনো। পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না—এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি, তবে এর জন্য দিয়েছেন এক শর্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে জানান, সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন, যদি কিছু শর্ত মানা হয়। অভিজিতের কথায়, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’
সালমান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনো সিনেমায় গান করেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান, আর এর জন্যই বলিউড ভাইজানের ওপর তাঁর ক্ষোভ জমতে থাকে।
অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গান করান, তখনো সমালোচনা করেছিলেন অভিজিৎ।
তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী—এমনটাই মনে করেন অভিজিৎ। যখন শাহরুখকে ‘অ্যান্টি ন্যাশনাল’ বলে আক্রমণ করা হয়েছিল, তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ। হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত।
তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের। অভিজিতের কথায়, ‘কিছু সুরকার আছেন, যাঁরা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দেবেন বলে। তাঁরা আবার আমার বন্ধু। কারণ এ ভাবেই ইন্ডাস্ট্রি চলে।’
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
২ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৭ ঘণ্টা আগে