ওটিটির নিয়মে বিরক্ত নওয়াজুদ্দিন সিদ্দিকী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১২: ২৯
আপডেট : ১৯ জুন ২০২৪, ১২: ৫৩

ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফরম। এমন অনেক সিনেমা আছে, সিনেমা হলে সুবিধা করতে না পারলে ওটিটি মুক্তির পর আলোচনায় এসেছে। অনেক নতুন শিল্পী উঠে আসছে হালের জনপ্রিয় এই মাধ্যম থেকে। পুরোনো অনেক শিল্পীও নিজেদের নতুন করে চেনাচ্ছেন। তবে সম্প্রতি এই মাধ্যমের কিছু নিয়ম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।

ওটিটি প্ল্যাটফরমে সিনেমা স্বত্ব বিক্রির ক্ষেত্রে অনেক সময় শর্ত থাকে, বড় পর্দায় সিনেমা রিলিজ করতে হবে। তারপর সেটা ওটিটি প্ল্যাটফরমে দেখানো হবে। আর তাতেই বিরক্ত নওয়াজুদ্দিন, করেছেন তীব্র প্রতিবাদ।

সম্প্রতি নওয়াজের দুটি সিনেমা এমনভাবে মুক্তি পাওয়ার পর সমস্যায় পড়তে হয়েছে তাঁকে, এমনটাই দাবি অভিনেতার। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘সিনেমা রিলিজ করার দিকটা ভালো করে দেখা দরকার, না হলে মুক্তি দেওয়ার কোনো মানে নেই। যদি যথেষ্টসংখ্যক হলে দেখানোর ইচ্ছা না থাকে, তাহলে কেন রিলিজ করছেন? আমাদের কি বোকা বানাচ্ছেন? অভিনেতাদের মুখ পোস্টারে থাকে। তাই সিনেমার ব্যবসার অঙ্ক খারাপ হওয়ার পর সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। “নওয়াজের সিনেমা এত কম ব্যবসা করল”—এমন বলা হয়। অথচ এটা বলা হয় না, কয়টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল।’

নওয়াজুদ্দিন আরও বলেন, ‘সিনেমা হলে মুক্তি দিলে ভালো করে মুক্তি দেন, না হলে বাদ দেন। অভিনেতাদের হাতে কী আছে বলুন? কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিতে হলে সৎ থাকা প্রয়োজন। অভিনেতাকে সেটা জানানো প্রয়োজন।’

নওয়াজুদ্দিনের এমন মন্তব্যের পর বলিউডে শুরু হয়েছে আলোচনা। একাংশের দাবি, এমনটা সত্যিই হচ্ছে বলিউডে। গত তিন বছরে উদাহরণের সংখ্যা কম নয়। ফলে অভিনেতাদের নামের সঙ্গে একাধিক ফ্লপ সিনেমা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত