বিনোদন ডেস্ক
ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফরম। এমন অনেক সিনেমা আছে, সিনেমা হলে সুবিধা করতে না পারলে ওটিটি মুক্তির পর আলোচনায় এসেছে। অনেক নতুন শিল্পী উঠে আসছে হালের জনপ্রিয় এই মাধ্যম থেকে। পুরোনো অনেক শিল্পীও নিজেদের নতুন করে চেনাচ্ছেন। তবে সম্প্রতি এই মাধ্যমের কিছু নিয়ম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।
ওটিটি প্ল্যাটফরমে সিনেমা স্বত্ব বিক্রির ক্ষেত্রে অনেক সময় শর্ত থাকে, বড় পর্দায় সিনেমা রিলিজ করতে হবে। তারপর সেটা ওটিটি প্ল্যাটফরমে দেখানো হবে। আর তাতেই বিরক্ত নওয়াজুদ্দিন, করেছেন তীব্র প্রতিবাদ।
সম্প্রতি নওয়াজের দুটি সিনেমা এমনভাবে মুক্তি পাওয়ার পর সমস্যায় পড়তে হয়েছে তাঁকে, এমনটাই দাবি অভিনেতার। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘সিনেমা রিলিজ করার দিকটা ভালো করে দেখা দরকার, না হলে মুক্তি দেওয়ার কোনো মানে নেই। যদি যথেষ্টসংখ্যক হলে দেখানোর ইচ্ছা না থাকে, তাহলে কেন রিলিজ করছেন? আমাদের কি বোকা বানাচ্ছেন? অভিনেতাদের মুখ পোস্টারে থাকে। তাই সিনেমার ব্যবসার অঙ্ক খারাপ হওয়ার পর সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। “নওয়াজের সিনেমা এত কম ব্যবসা করল”—এমন বলা হয়। অথচ এটা বলা হয় না, কয়টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল।’
নওয়াজুদ্দিন আরও বলেন, ‘সিনেমা হলে মুক্তি দিলে ভালো করে মুক্তি দেন, না হলে বাদ দেন। অভিনেতাদের হাতে কী আছে বলুন? কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিতে হলে সৎ থাকা প্রয়োজন। অভিনেতাকে সেটা জানানো প্রয়োজন।’
নওয়াজুদ্দিনের এমন মন্তব্যের পর বলিউডে শুরু হয়েছে আলোচনা। একাংশের দাবি, এমনটা সত্যিই হচ্ছে বলিউডে। গত তিন বছরে উদাহরণের সংখ্যা কম নয়। ফলে অভিনেতাদের নামের সঙ্গে একাধিক ফ্লপ সিনেমা।
ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফরম। এমন অনেক সিনেমা আছে, সিনেমা হলে সুবিধা করতে না পারলে ওটিটি মুক্তির পর আলোচনায় এসেছে। অনেক নতুন শিল্পী উঠে আসছে হালের জনপ্রিয় এই মাধ্যম থেকে। পুরোনো অনেক শিল্পীও নিজেদের নতুন করে চেনাচ্ছেন। তবে সম্প্রতি এই মাধ্যমের কিছু নিয়ম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।
ওটিটি প্ল্যাটফরমে সিনেমা স্বত্ব বিক্রির ক্ষেত্রে অনেক সময় শর্ত থাকে, বড় পর্দায় সিনেমা রিলিজ করতে হবে। তারপর সেটা ওটিটি প্ল্যাটফরমে দেখানো হবে। আর তাতেই বিরক্ত নওয়াজুদ্দিন, করেছেন তীব্র প্রতিবাদ।
সম্প্রতি নওয়াজের দুটি সিনেমা এমনভাবে মুক্তি পাওয়ার পর সমস্যায় পড়তে হয়েছে তাঁকে, এমনটাই দাবি অভিনেতার। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘সিনেমা রিলিজ করার দিকটা ভালো করে দেখা দরকার, না হলে মুক্তি দেওয়ার কোনো মানে নেই। যদি যথেষ্টসংখ্যক হলে দেখানোর ইচ্ছা না থাকে, তাহলে কেন রিলিজ করছেন? আমাদের কি বোকা বানাচ্ছেন? অভিনেতাদের মুখ পোস্টারে থাকে। তাই সিনেমার ব্যবসার অঙ্ক খারাপ হওয়ার পর সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। “নওয়াজের সিনেমা এত কম ব্যবসা করল”—এমন বলা হয়। অথচ এটা বলা হয় না, কয়টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল।’
নওয়াজুদ্দিন আরও বলেন, ‘সিনেমা হলে মুক্তি দিলে ভালো করে মুক্তি দেন, না হলে বাদ দেন। অভিনেতাদের হাতে কী আছে বলুন? কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিতে হলে সৎ থাকা প্রয়োজন। অভিনেতাকে সেটা জানানো প্রয়োজন।’
নওয়াজুদ্দিনের এমন মন্তব্যের পর বলিউডে শুরু হয়েছে আলোচনা। একাংশের দাবি, এমনটা সত্যিই হচ্ছে বলিউডে। গত তিন বছরে উদাহরণের সংখ্যা কম নয়। ফলে অভিনেতাদের নামের সঙ্গে একাধিক ফ্লপ সিনেমা।
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১ ঘণ্টা আগেএকজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি...
১ ঘণ্টা আগে