বিনোদন ডেস্ক
সিংহাম অ্যাগেইনের শুটিং করতে গিয়ে চোখই হারাতে বসেছিলেন অজয়। তিনি বলেন, ‘এ ঘটনার পর দুই-তিন মাস চোখে কিছু দেখতে পাইনি। অস্ত্রোপচারও করতে হয়েছে।’
কথা ছিল, ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে দেখা দেবেন সালমান খান। সিনেমাটি মুক্তি পাবে ১ নভেম্বর। তার আগেই একসঙ্গে পর্দায় হাজির এ দুই সুপারস্টার। তবে সিনেমায় নয়, টিভির পর্দায়। সালমানের উপস্থাপনায় বিগ বসের ১৮তম সিজন চলছে। রিয়েলিটি শোটির এক বিশেষ পর্বে সিংহাম অ্যাগেইনের প্রচারের জন্য হাজির হয়েছেন অজয় দেবগন ও পরিচালক রোহিত শেঠি।
বিগ বসে এসে সিংহাম অ্যাগেইনের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অজয় দেবগন। জানিয়েছেন, এ সিনেমার শুটিং করতে গিয়ে চোখই হারাতে বসেছিলেন অভিনেতা। শোতে অজয় এসেছিলেন কালো চশমা পরে। তা দেখে সালমান তাঁকে প্রশ্ন করেন, ‘চোখে যে আঘাত লেগেছিল, সেটা কি এ সিনেমার সেটে?’ রোহিত নিশ্চিত করেন, সিংহাম অ্যাগেইনের শুটিংয়েই এ দুর্ঘটনা ঘটেছিল।
এরপরই অজয়ের সঙ্গে কী ঘটেছিল, তা নিজেই বলতে শুরু করেন সালমান, ‘অজয় আমাকে একটি শট দেখিয়েছিল। এক লোক লাঠি নিয়ে তাকে মারতে আসে। কিন্তু টাইমিং ঠিক হয়নি। সরাসরি ওর চোখে আঘাতটা লাগে।’
অজয় বলেন, ‘এ ঘটনার পর দুই-তিন মাস চোখে কিছু দেখতে পাইনি। অস্ত্রোপচারও করতে হয়েছে।’ সান্ত্বনা দিয়ে সালমান বলেন, ‘অ্যাকশন করতে গেলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।’ এরপর সালমান-অজয় দুজনে আলোচনা করতে শুরু করেন, আগে সিজিআই বা গ্রাফিক্স ছাড়াই কীভাবে অ্যাকশন দৃশ্যের শুটিং করতেন তাঁরা।
সিংহাম অ্যাগেইনে কপ ইউনিভার্সের সব চরিত্রকে হাজির করেছেন রোহিত শেঠি। সিংহাম চরিত্রের অজয় তো আছেনই, সঙ্গে রয়েছেন সিম্বা চরিত্রের রণবীর সিং ও সূর্যবংশী চরিত্রের অক্ষয় কুমার। তাঁদের সঙ্গে আরও দেখা যাবে অর্জুন কাপুর, টাইগার শ্রফ, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোনসহ অনেককে।
এতে দাবাংয়ের চুলবুল পাণ্ডে চরিত্রের সালমান খানেরও বিশেষ উপস্থিতি থাকার কথা ছিল। যদিও বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছিল সালমানকে। নিরাপত্তার শঙ্কায় সময়মতো শুটিং করতে পারেননি। তাই তাঁকে বাদ দিয়েই সিংহাম অ্যাগেইন মুক্তির সিদ্ধান্ত হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, জীবনের ঝুঁকি নিয়ে শেষ মুহূর্তে এর শুটিং করেছেন সালমান। তবুও বিষয়টি নিয়ে সংশয় ছিল, সেটা দূর হলো বিগ বসে।
সালমান যে এ সিনেমায় থাকছেন, সেটা বিগ বসের সেটে নিজেই নিশ্চিত করেছেন পরিচালক রোহিত শেঠি। শোয়ের শুরুতে সালমান স্বাগত জানান অজয় ও রোহিতকে, বলেন, ‘বিগ বসে আপনাদের স্বাগতম’। ধন্যবাদ জানিয়ে পাল্টা রোহিত বলেন, ‘আপনাকেও স্বাগত আমাদের কপ ইউনিভার্সে।’ পরিচালকের মুখে এমন স্বীকারোক্তির পর সিংহাম অ্যাগেইনে সালমানের উপস্থিতি নিয়ে আর কোনো সন্দেহ রইল না।
সিংহাম অ্যাগেইনের শুটিং করতে গিয়ে চোখই হারাতে বসেছিলেন অজয়। তিনি বলেন, ‘এ ঘটনার পর দুই-তিন মাস চোখে কিছু দেখতে পাইনি। অস্ত্রোপচারও করতে হয়েছে।’
কথা ছিল, ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে দেখা দেবেন সালমান খান। সিনেমাটি মুক্তি পাবে ১ নভেম্বর। তার আগেই একসঙ্গে পর্দায় হাজির এ দুই সুপারস্টার। তবে সিনেমায় নয়, টিভির পর্দায়। সালমানের উপস্থাপনায় বিগ বসের ১৮তম সিজন চলছে। রিয়েলিটি শোটির এক বিশেষ পর্বে সিংহাম অ্যাগেইনের প্রচারের জন্য হাজির হয়েছেন অজয় দেবগন ও পরিচালক রোহিত শেঠি।
বিগ বসে এসে সিংহাম অ্যাগেইনের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অজয় দেবগন। জানিয়েছেন, এ সিনেমার শুটিং করতে গিয়ে চোখই হারাতে বসেছিলেন অভিনেতা। শোতে অজয় এসেছিলেন কালো চশমা পরে। তা দেখে সালমান তাঁকে প্রশ্ন করেন, ‘চোখে যে আঘাত লেগেছিল, সেটা কি এ সিনেমার সেটে?’ রোহিত নিশ্চিত করেন, সিংহাম অ্যাগেইনের শুটিংয়েই এ দুর্ঘটনা ঘটেছিল।
এরপরই অজয়ের সঙ্গে কী ঘটেছিল, তা নিজেই বলতে শুরু করেন সালমান, ‘অজয় আমাকে একটি শট দেখিয়েছিল। এক লোক লাঠি নিয়ে তাকে মারতে আসে। কিন্তু টাইমিং ঠিক হয়নি। সরাসরি ওর চোখে আঘাতটা লাগে।’
অজয় বলেন, ‘এ ঘটনার পর দুই-তিন মাস চোখে কিছু দেখতে পাইনি। অস্ত্রোপচারও করতে হয়েছে।’ সান্ত্বনা দিয়ে সালমান বলেন, ‘অ্যাকশন করতে গেলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।’ এরপর সালমান-অজয় দুজনে আলোচনা করতে শুরু করেন, আগে সিজিআই বা গ্রাফিক্স ছাড়াই কীভাবে অ্যাকশন দৃশ্যের শুটিং করতেন তাঁরা।
সিংহাম অ্যাগেইনে কপ ইউনিভার্সের সব চরিত্রকে হাজির করেছেন রোহিত শেঠি। সিংহাম চরিত্রের অজয় তো আছেনই, সঙ্গে রয়েছেন সিম্বা চরিত্রের রণবীর সিং ও সূর্যবংশী চরিত্রের অক্ষয় কুমার। তাঁদের সঙ্গে আরও দেখা যাবে অর্জুন কাপুর, টাইগার শ্রফ, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোনসহ অনেককে।
এতে দাবাংয়ের চুলবুল পাণ্ডে চরিত্রের সালমান খানেরও বিশেষ উপস্থিতি থাকার কথা ছিল। যদিও বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছিল সালমানকে। নিরাপত্তার শঙ্কায় সময়মতো শুটিং করতে পারেননি। তাই তাঁকে বাদ দিয়েই সিংহাম অ্যাগেইন মুক্তির সিদ্ধান্ত হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, জীবনের ঝুঁকি নিয়ে শেষ মুহূর্তে এর শুটিং করেছেন সালমান। তবুও বিষয়টি নিয়ে সংশয় ছিল, সেটা দূর হলো বিগ বসে।
সালমান যে এ সিনেমায় থাকছেন, সেটা বিগ বসের সেটে নিজেই নিশ্চিত করেছেন পরিচালক রোহিত শেঠি। শোয়ের শুরুতে সালমান স্বাগত জানান অজয় ও রোহিতকে, বলেন, ‘বিগ বসে আপনাদের স্বাগতম’। ধন্যবাদ জানিয়ে পাল্টা রোহিত বলেন, ‘আপনাকেও স্বাগত আমাদের কপ ইউনিভার্সে।’ পরিচালকের মুখে এমন স্বীকারোক্তির পর সিংহাম অ্যাগেইনে সালমানের উপস্থিতি নিয়ে আর কোনো সন্দেহ রইল না।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
১০ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৪ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১৪ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১৫ ঘণ্টা আগে