Ajker Patrika

সাদা-কালো ছবিতে ফিরে এলেন সত্যজিৎ

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ৫৩
সাদা-কালো ছবিতে ফিরে এলেন সত্যজিৎ

সাদা-কালো ফ্রেমের ছবিগুলো দেখলে যে কারোরই মনে হবে, সত্যজিত-যুগ যেন ফিরে এল এই ২০২১-এ! কী দারুণ মিল! প্রথম ঝলকে বুঝে নেওয়াই কষ্ট, ছবির এ লোকটি আসল সত্যজিৎ রায় নন!

অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’য় সত্যজিৎ রায় হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় মুখ জিতু কমল। তাঁর লুক এতটাই বিশ্বাসযোগ্য হয়েছে যে, সবাই ধরেই নিচ্ছেন— এ যেন সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ছবি!

অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের লুকে জিতু কমলঅবাক হয়েছেন জিতু নিজেও। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে, এ তো আমার দেখা, নতুন আবার কী দেখব? আমি তখন তাঁকে বলেছি ভাল করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, সত্যজিৎ রায় তো! তার পরে তাঁকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।’

‘অপরাজিত’ ছবিটির নাম শুনে যেমনটা মনে হচ্ছে, হয়তো এটা সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির রিমেক। কিন্তু তা নয়। এ ছবির মূল ফোকাস ‘অপরাজিত’র স্রষ্টা অর্থ্যাৎ সত্যজিৎ রায়ের দিকে। ‘পথের পাঁচালী’ তৈরির লড়াইয়ের গল্পই এই ছবির অনুপ্রেরণা।

অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের লুকে জিতু কমলতাই ছবিতে সত্যজিৎ রায় তো বটেই, গুরুত্বপূর্ণ তাঁর স্ত্রী বিজয়া রায়ও। এ চরিত্রে থাকছেন সায়নী ঘোষ। জানা গেছে, ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। আগামী ১৯ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলবে। পুরো ছবিটিই হবে সাদাকালো।

কিন্তু কীভাবে জিতু কমলকে হুবহু সত্যজিৎ রায়ের লুক দেওয়া সম্ভব হলো? জানা গেছে, গালে ও থুতনিতে প্রস্থেটিক্স মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত