Ajker Patrika

আজ ভারতে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৭: ২৪
আজ ভারতে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’

আজ ভারতে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ উপলক্ষে ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতাসহ বিভিন্ন শহরের অলিগলিতে ছড়িয়ে পড়েছে মুজিব-এর পোস্টার ও ব্যানার। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতে মুক্তি দেওয়া হচ্ছে মুজিব। সঙ্গে থাকছে ইংরেজি সাবটাইটেল।

সিনেমা মুক্তি উপলক্ষে বুধবার রাতে মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা থিয়েটার হলে আয়োজন করা হয় মুজিব সিনেমার বিশেষ প্রদর্শনী। উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অদিতি রাও হায়দারি, শান্তনু মৈত্র, রাজিত কাপুর, শ্রেয়া ঘোষাল, দিব্যা দত্ত, সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ। আরও ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও প্রতুল কুমার।

সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুজিব সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, ‘এই সিনেমার নির্মাণকাজটি আমি বেশ উপভোগ করেছি। আমি সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবের কন্যা সিনেমাটি পছন্দ করেছেন।’

সংবাদ সম্মেলনে শ্যাম বেনেগাল ও অভিনেতা রাজিত কাপুরবঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের জার্নি। যেটা আমি সারা জীবন মনে রাখব। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যা দেখে বুঝতে পারবেন দুই দেশ পরস্পরের জন্য কত কী করেছে।’

এ ছাড়া গতকাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ, ন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) সিরি ফোর্ট অডিটরিয়াম ও কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশের সিনেপোলিস অ্যাক্রোপলিস মলে আয়োজন করা হয় মুজিব-এর বিশেষ প্রদর্শনী। সেখানেও হাজির হন ভারত সরকারের আমন্ত্রিত অতিথি ও সিনেমার কলাকুশলীরা।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমাটি ভারতে পরিবেশনার দায়িত্বে রয়েছে প্যানোরামা স্টুডিওজ ইন্টারন্যাশনাল। মুজিব সিনেমায় আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, চঞ্চল চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত