খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসিতে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিংয়ে পাওয়া গেল চিত্রনায়িকা শবনম বুবলীকে। আগামী ১ অক্টোবর তাঁর নতুন ছবি ‘চোখ’ মুক্তি পাচ্ছে। এ ছবি দিয়ে অনেক দিন পর খুলছে দেশের বেশ কিছু সিনেমা হল। বুবলীর সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।
প্রায় দুই বছর পর আপনার নতুন ছবি আসছে। কী আশা করছেন? ‘চোখ’ কি সিনেমা হলে দর্শক আনতে পারবে?
‘চোখ’ খুবই ভালো গল্পের একটি ছবি। আসিফ ইকবাল জুয়েল নতুন নির্মাতা হলেও খুব যত্ন নিয়ে বানিয়েছেন ছবিটি। আমরা লকডাউনের মধ্যে অনেক সীমাবদ্ধতা নিয়ে শুটিং করেছি। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখন আস্তে আস্তে সিনেমা হল খুলতে শুরু করেছে। দর্শকেরা হলে আসবেন কি আসবেন না, সেটা পরের ব্যাপার। অন্তত তাঁরা তো এটা জানতে পারছেন যে হল খুলছে। দর্শক এখন নতুন ছবি দেখতে পাবেন—এ খবরটি পজিটিভ।
চোখ নাকি মনের কথা বলে। এই ‘চোখ’ কিসের কথা বলছে?
চোখ দিয়ে তো অনেক কিছুরই বহিঃপ্রকাশ হয়। আমার মনে হয়, চোখ দিয়ে আমরা সবার আগে ভালোবাসাটাই দেখি। একটি মানুষের চোখ কী বলছে, সুখের কথা বলছে নাকি দুঃখের কথা বলছে, নাকি প্রেমের কথা—সবকিছু নিয়েই ‘চোখ’ ছবিটি। আমার মনে হয়, ছবিটি দর্শকের ভালোই লাগবে।
এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অভিযোগ করছে, আপনি নাকি প্রচারণায় সময় দিচ্ছেন না?
এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দুই সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এর বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে অবশ্যই আমি যাব। আমার এখন যে ছবিগুলোর শুটিং চলছে, সেগুলো কিন্তু এক-দেড় মাস আগেই ডেট দেওয়া। আর ‘চোখ’ ছবিটি যে আগামী ১ অক্টোবর আসবে, সেটা আমরা এ মাসের মাঝামাঝি এসে জেনেছি। এ পরিস্থিতিতে অন্য সবাইকে ফাঁসিয়ে আলাদা করে সময় দেব, এটা তো সম্ভব না। তবে অবশ্যই আমার কিছু দায়িত্ব আছে। সে জায়গা থেকে আমি ২৬ সেপ্টেম্বর সারা দিন প্রমোশনের জন্য সময় রেখেছিলাম। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের কাউকে পাইনি। এখন তাঁরা যদি অভিযোগ করেন, আমার কী-ইবা বলার আছে!
এখন পর্যন্ত আপনার যত ছবি মুক্তি পেয়েছে, সবই শাকিব খানের সঙ্গে। এই প্রথম সিনেমা হলে আপনার নায়ক অন্য কেউ। টেনশন হচ্ছে কি?
একদমই না। ছবি ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। আমি কখনো বলিনি শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করব না। একজন শিল্পী হিসেবে সবার সঙ্গেই কাজ করতে চাই। সেটা আমি করছি। শাকিব খান ছাড়াও অনেক নতুন নায়কের সঙ্গে অভিনয় করছি। এখন যে ছবির শুটিং করছি ‘তালাশ’ নামে, এখানে দুই নায়কের দুজনই নতুন।
‘তালাশ’ ছবির শুটিং তো শেষ পর্যায়ে। কেমন হলো কাজ?
তালাশের শেষ দিনের শুটিং করছি। সৈকত নাসির গুণী নির্মাতা। খুব স্মার্টলি কাজ করছেন। এত রেসপেক্ট নিয়ে কাজ করেন, খুব ভালো লাগে। তালাশের গল্পে একেবারেই নতুন বুবলীকে দেখা যাবে। এটা মিউজিক্যাল একটা ফিল্ম। নভেম্বরের মধ্যে ছবিটি মুক্তি পাবে।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসিতে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিংয়ে পাওয়া গেল চিত্রনায়িকা শবনম বুবলীকে। আগামী ১ অক্টোবর তাঁর নতুন ছবি ‘চোখ’ মুক্তি পাচ্ছে। এ ছবি দিয়ে অনেক দিন পর খুলছে দেশের বেশ কিছু সিনেমা হল। বুবলীর সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।
প্রায় দুই বছর পর আপনার নতুন ছবি আসছে। কী আশা করছেন? ‘চোখ’ কি সিনেমা হলে দর্শক আনতে পারবে?
‘চোখ’ খুবই ভালো গল্পের একটি ছবি। আসিফ ইকবাল জুয়েল নতুন নির্মাতা হলেও খুব যত্ন নিয়ে বানিয়েছেন ছবিটি। আমরা লকডাউনের মধ্যে অনেক সীমাবদ্ধতা নিয়ে শুটিং করেছি। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখন আস্তে আস্তে সিনেমা হল খুলতে শুরু করেছে। দর্শকেরা হলে আসবেন কি আসবেন না, সেটা পরের ব্যাপার। অন্তত তাঁরা তো এটা জানতে পারছেন যে হল খুলছে। দর্শক এখন নতুন ছবি দেখতে পাবেন—এ খবরটি পজিটিভ।
চোখ নাকি মনের কথা বলে। এই ‘চোখ’ কিসের কথা বলছে?
চোখ দিয়ে তো অনেক কিছুরই বহিঃপ্রকাশ হয়। আমার মনে হয়, চোখ দিয়ে আমরা সবার আগে ভালোবাসাটাই দেখি। একটি মানুষের চোখ কী বলছে, সুখের কথা বলছে নাকি দুঃখের কথা বলছে, নাকি প্রেমের কথা—সবকিছু নিয়েই ‘চোখ’ ছবিটি। আমার মনে হয়, ছবিটি দর্শকের ভালোই লাগবে।
এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অভিযোগ করছে, আপনি নাকি প্রচারণায় সময় দিচ্ছেন না?
এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দুই সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এর বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে অবশ্যই আমি যাব। আমার এখন যে ছবিগুলোর শুটিং চলছে, সেগুলো কিন্তু এক-দেড় মাস আগেই ডেট দেওয়া। আর ‘চোখ’ ছবিটি যে আগামী ১ অক্টোবর আসবে, সেটা আমরা এ মাসের মাঝামাঝি এসে জেনেছি। এ পরিস্থিতিতে অন্য সবাইকে ফাঁসিয়ে আলাদা করে সময় দেব, এটা তো সম্ভব না। তবে অবশ্যই আমার কিছু দায়িত্ব আছে। সে জায়গা থেকে আমি ২৬ সেপ্টেম্বর সারা দিন প্রমোশনের জন্য সময় রেখেছিলাম। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের কাউকে পাইনি। এখন তাঁরা যদি অভিযোগ করেন, আমার কী-ইবা বলার আছে!
এখন পর্যন্ত আপনার যত ছবি মুক্তি পেয়েছে, সবই শাকিব খানের সঙ্গে। এই প্রথম সিনেমা হলে আপনার নায়ক অন্য কেউ। টেনশন হচ্ছে কি?
একদমই না। ছবি ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। আমি কখনো বলিনি শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করব না। একজন শিল্পী হিসেবে সবার সঙ্গেই কাজ করতে চাই। সেটা আমি করছি। শাকিব খান ছাড়াও অনেক নতুন নায়কের সঙ্গে অভিনয় করছি। এখন যে ছবির শুটিং করছি ‘তালাশ’ নামে, এখানে দুই নায়কের দুজনই নতুন।
‘তালাশ’ ছবির শুটিং তো শেষ পর্যায়ে। কেমন হলো কাজ?
তালাশের শেষ দিনের শুটিং করছি। সৈকত নাসির গুণী নির্মাতা। খুব স্মার্টলি কাজ করছেন। এত রেসপেক্ট নিয়ে কাজ করেন, খুব ভালো লাগে। তালাশের গল্পে একেবারেই নতুন বুবলীকে দেখা যাবে। এটা মিউজিক্যাল একটা ফিল্ম। নভেম্বরের মধ্যে ছবিটি মুক্তি পাবে।
ঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
৩ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
৩ ঘণ্টা আগেশাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১৪ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১৬ ঘণ্টা আগে