Ajker Patrika

পালাতে হল নারী পরিচালককে

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৮: ৫০
পালাতে হল নারী পরিচালককে

তালেবানদের দখলে আফগানিস্তান। আইএস-এর ধারাবাহিক বোমা বিস্ফোরণে রক্তস্নাত কাবুল। নতুনকরে তালেবানদের শাসনে সবথেকে ভীত-সন্ত্রস্ত সেই দেশের নারী ও সংস্কৃতিকর্মীরা। তাঁদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। তাই নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে প্রাণে বাঁচতে চাইছেন সকলে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আফগান তরুণ নারী চিত্র পরিচালক রোয়া হায়দারি। দেশ ছেড়েই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেন তিনি।

নিজের একটি ছবি টুইট করে রোয়া হায়দারি লেখেন, ‘আমি আমার গোটা জীবনটা ছেড়ে চলে এলাম। আরও একবার আমার মাতৃভূমি ছাড়তে বাধ্য হলাম। আরও একবার শূন্য থেকে শুরু করতে হবে আমাকে। আমি কেবল আমার ক্যামেরা এবং একটি মৃত আত্মা নিয়ে সমুদ্র পাড় করেছি। ভারী হৃদয় নিয়ে, বিদায় মাতৃভূমি। ফের দেখা না হওয়া পর্যন্ত তোমাকে প্রতিদিন মিস করবো।

রোয়া হায়দারিপাঁচদিন আগেই কাবুল ছেড়ে ফ্রান্সে পাড়ি দেন রোয়া হায়দারি। এরপরই বৃহস্পতিবার ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর। কাবুলের ব্যারন হোটেলের সামনেও হয় বিস্ফোরণ। সেই বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। এদিকে তালেবানদের উপরে বিশ্বাস করতে নারাজ আফগানিস্তানের মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত