Ajker Patrika

তিন শিল্পীকে সম্মাননা প্রদান

বিনোদন প্রতিবেদক
তিন শিল্পীকে সম্মাননা প্রদান

‘নারীজন্ম ধন্য হোক আপন ভাগ্য গড়ার অধিকারে’ স্লোগান নিয়ে আজকে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। এ উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে স্বপ্নদল প্রযোজিত নারী জাগরণের মনোড্রামা ‘হেলেন কেলার’-এর বিশেষ মঞ্চায়ন। নাটক প্রদর্শনীর আগে ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২২’ প্রদান করা হয় নাট্যজন আছমা আক্তার লিজাকে। সম্মাননা তুলে দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাট্যজন অধ্যাপক নেহাল আহমেদ।

আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছাস’ বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিনে ২০১৭ থেকে প্রবর্তন করেছে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’। করোনার কারনে গত বছর সম্মাননা প্রদান অনুষ্টান হয়নি। ১১ মার্চ সংগঠনটির ১৫ বছর পূর্তিতে ২০২১ ও ২০২২ সালের ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’ প্রদান করা হবে। ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০২১’ পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ এবং ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০২২’ পাচ্ছেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্ত্তী।

১১ মার্চ বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমির সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিল্পীদের হাতে এ সম্মাননা পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে অতিথি থাকবেন মঞ্চসারথী আতাউর রহমান, গোলাম মুস্তাফা তনয়া অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা এমপি, আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, কবি হেলাল হাফিজ, অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়, অভিনেতা আফজাল হোসেন এবং সাংবাদিক মুন্নী সাহা। অনুষ্ঠানে স্মৃতিচারণ কথামালা ও আবৃত্তিতে অংশ নিবেন ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, নিমা রহমান, আফসানা মিমি, উত্তম গুহ, চিত্রলেখা গুহ, বন্যা মির্জা, বদরুল আনাম সৌদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত