বিনোদন ডেস্ক
ভারতীয় সিনেমা মানেই এখন বলিউডচর্চা। এই চর্চার অন্যতম কারণ কয়েকজন দক্ষিণী তারকার পুরো ভারতজুড়ে লাইমলাইটে আসা। বক্স অফিস কাঁপানো তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’- এ ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার আইটেম গানে মাত করেছেন সামান্থা রুথ প্রভু। এর আগে অবশ্য সামান্থা হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। দুই নায়িকার হাতেই একাধিক হিন্দি সিনেমা। আগামী দিনে সে সংখ্যা বাড়বে বলেই অনুমান।
গত বছর আমাজন প্রাইমের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’- এর সুবাদে রাতারাতি পরিচিতির পরিসর বেড়েছে সামান্থার। নাগা চৈতন্য সঙ্গে বিবাহবিচ্ছেদও এই অভিনেত্রীকে আলোচনায় রেখেছে। জনপ্রিয়তা বাড়ার কারণেই ‘কফি উইথ করণ: সিজন সেভেন’- এ তিনি অতিথি হয়ে আসবেন। বলিউড সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীনেশ ভিজানের প্রযোজনায় আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিষেক হতে পারে। ‘উড়ি’ খ্যাত পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘দি ইমমর্টাল অশ্বথামা’-তেও সামান্থা থাকতে পারেন বলেও গুঞ্জন। সেই সিনেমার মূল চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। সামান্থার আগে এই সিনেমার নায়িকা হিসেবে সারা আলী খানের কথা শোনা গিয়েছিল। যে সিনেমাতেই সামান্থা চূড়ান্ত হন, বলিউডে তাঁর কদর বেড়েছে।
এই কথা রাশ্মিকার ক্ষেত্রেও। ইতিমধ্যেই দুটি সিনেমার শুটিং শেষ করেছেন- সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে ‘মিশন মজনু’ ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমল’ সিনেমার শুটিং চলছে। শশাঙ্ক খৈতানের নতুন সিনেমায় টাইগার শ্রুফের বিপরীতেও থাকতে পারেন রাশমিকা।
সারা আলী খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডের মতো নবাগতদের তুলনায় ইন্ডাস্ট্রিতে সামান্থা এবং রাশমিকার পাল্লা এখন ভারী বলা যায়। অভিনেত্রী হিসেবেও পরীক্ষিত। গ্ল্যামারাস এবং মাটির কাছাকাছি, দুই ধরনের চরিত্রেই তারা অভিনয় করতে পারেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ছবি শিকারিদের নজরে থাকার মতো বিষয়গুলোতেও তাঁরা অন্যদের চেয়ে পিছিয়ে নেই। লক্ষণীয়, এই দুই অভিনেত্রী যে হিন্দি সিনেমাগুলোয় রয়েছেন, সব কয়টি নামী ব্যানারের। দুই নায়িকা হিন্দিটাও বেশ ভালো বলতে পারে। সামান্থা নিজেই বলেছিলেন, হিন্দি সিনেমার প্রস্তাব আগেও পেয়েছি। কিন্তু ভাষাটা ততটা রপ্ত ছিল না। তাই না করতে হয়েছে। তবে এখন হিন্দি ভাষাটা আয়ত্বে চলে এসেছে।’
আগামী দিনে তাই বলিউড অভিনেত্রীদের বেশ চ্যালেঞ্জেই ফেলবেন দক্ষিণী এই তারকারা। রাশমিকা ও সামান্থা ছাড়াও একঝাঁক দক্ষিণী অভিনেত্রী বলিউড সিনেমায় নাম লিখিয়েছেন। বেশির ভাগের হাতেই একাধিক সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছেন নয়নতারা, শালিনী পান্ডে, প্রনীতা সুভাষ, তামান্না, শ্রুতি হাসান প্রমুখ।
ভারতীয় সিনেমা মানেই এখন বলিউডচর্চা। এই চর্চার অন্যতম কারণ কয়েকজন দক্ষিণী তারকার পুরো ভারতজুড়ে লাইমলাইটে আসা। বক্স অফিস কাঁপানো তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’- এ ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার আইটেম গানে মাত করেছেন সামান্থা রুথ প্রভু। এর আগে অবশ্য সামান্থা হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। দুই নায়িকার হাতেই একাধিক হিন্দি সিনেমা। আগামী দিনে সে সংখ্যা বাড়বে বলেই অনুমান।
গত বছর আমাজন প্রাইমের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’- এর সুবাদে রাতারাতি পরিচিতির পরিসর বেড়েছে সামান্থার। নাগা চৈতন্য সঙ্গে বিবাহবিচ্ছেদও এই অভিনেত্রীকে আলোচনায় রেখেছে। জনপ্রিয়তা বাড়ার কারণেই ‘কফি উইথ করণ: সিজন সেভেন’- এ তিনি অতিথি হয়ে আসবেন। বলিউড সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীনেশ ভিজানের প্রযোজনায় আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিষেক হতে পারে। ‘উড়ি’ খ্যাত পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘দি ইমমর্টাল অশ্বথামা’-তেও সামান্থা থাকতে পারেন বলেও গুঞ্জন। সেই সিনেমার মূল চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। সামান্থার আগে এই সিনেমার নায়িকা হিসেবে সারা আলী খানের কথা শোনা গিয়েছিল। যে সিনেমাতেই সামান্থা চূড়ান্ত হন, বলিউডে তাঁর কদর বেড়েছে।
এই কথা রাশ্মিকার ক্ষেত্রেও। ইতিমধ্যেই দুটি সিনেমার শুটিং শেষ করেছেন- সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে ‘মিশন মজনু’ ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমল’ সিনেমার শুটিং চলছে। শশাঙ্ক খৈতানের নতুন সিনেমায় টাইগার শ্রুফের বিপরীতেও থাকতে পারেন রাশমিকা।
সারা আলী খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডের মতো নবাগতদের তুলনায় ইন্ডাস্ট্রিতে সামান্থা এবং রাশমিকার পাল্লা এখন ভারী বলা যায়। অভিনেত্রী হিসেবেও পরীক্ষিত। গ্ল্যামারাস এবং মাটির কাছাকাছি, দুই ধরনের চরিত্রেই তারা অভিনয় করতে পারেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ছবি শিকারিদের নজরে থাকার মতো বিষয়গুলোতেও তাঁরা অন্যদের চেয়ে পিছিয়ে নেই। লক্ষণীয়, এই দুই অভিনেত্রী যে হিন্দি সিনেমাগুলোয় রয়েছেন, সব কয়টি নামী ব্যানারের। দুই নায়িকা হিন্দিটাও বেশ ভালো বলতে পারে। সামান্থা নিজেই বলেছিলেন, হিন্দি সিনেমার প্রস্তাব আগেও পেয়েছি। কিন্তু ভাষাটা ততটা রপ্ত ছিল না। তাই না করতে হয়েছে। তবে এখন হিন্দি ভাষাটা আয়ত্বে চলে এসেছে।’
আগামী দিনে তাই বলিউড অভিনেত্রীদের বেশ চ্যালেঞ্জেই ফেলবেন দক্ষিণী এই তারকারা। রাশমিকা ও সামান্থা ছাড়াও একঝাঁক দক্ষিণী অভিনেত্রী বলিউড সিনেমায় নাম লিখিয়েছেন। বেশির ভাগের হাতেই একাধিক সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছেন নয়নতারা, শালিনী পান্ডে, প্রনীতা সুভাষ, তামান্না, শ্রুতি হাসান প্রমুখ।
মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পারভীনের স্বামীকে। বলা হয় মাদকের সঙ্গে জড়িত সে। এরপর স্বামীকে খুঁজতে কঠিন পথে হাঁটতে শুরু করে পারভীন।
২ ঘণ্টা আগেপ্রেম-বিয়ে নিয়ে বান্টি নামের এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প। মিলি নামের এক সাহসী মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
৩ ঘণ্টা আগেপ্রেম ভাঙার পর একসঙ্গে কখনো দেখা যায়নি শাহিদ-কারিনাকে। তবে এবারের গল্পটা ভিন্ন হলো। এক মঞ্চে পাশাপাশি দাঁড়ালেন। হাসিমুখে কথাও বললেন। তার পর পর্দার আদিত্য ও গীত পরস্পরকে আলিঙ্গন করলেন প্রকাশ্যে।
৪ ঘণ্টা আগেঢাকাকে বলা হয় হকারদের শহর। ফুটপাত থেকে শুরু করে বাস কিংবা রেলস্টেশন, রাস্তার গলিতেও হকারদের ছড়াছড়ি। ঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করে লাখ লাখ মানুষ। তাদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় তারা বিভিন্ন ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে...
৭ ঘণ্টা আগে