Ajker Patrika

লরির ধাক্কায় নিহত ওপার বাংলার অভিনেত্রী সুচন্দ্রা

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ মে ২০২৩, ১২: ৩৭
লরির ধাক্কায় নিহত ওপার বাংলার অভিনেত্রী সুচন্দ্রা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শনিবার রাতে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন এই অভিনেত্রী। সে সময় একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। 

স্থানীয় সূত্রের খবর থেকে জানা যায়, গতকাল শনিবার রাতে শুটিং শেষ করে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি ওই মোটরবাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ খাকে বিটি রোডে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

‘গৌরী এল’সহ একাধিক সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সুচন্দ্রা। শনিবারও শুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাইড শেয়ারিং সার্ভিসের বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। কলকাতার বরাহনগরের মোড়ের কাছের সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক তখন ব্রেক কষেন। আর তাতেই সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান। ওই সময়ই পেছন থেকে একটি ১০ চাকার লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে গুঁড়ো হয়ে যায়। 

শেষ পর্যন্ত পাওয়া খবরে ঘাতক লরিসহ চালককে গ্রেপ্তার করেছে বরাহনগর থানার পুলিশ। অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টালিপাড়ায়ও। অভিনেত্রীর পরিচিত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত