খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
মৌসুমী হামিদকে এই সময়ের টিভি নাটকের একজন ‘স্ট্রাগলিং’ অভিনেত্রী বলা যায়। কারণ, কয়েক বছর ধরে নাটকে তেমন ভালো চরিত্র তিনি পাচ্ছেন না। নাটকে যাঁদের চাহিদা বেশি, তাঁদের বেশির ভাগই নাকি চলেন সিন্ডিকেট সিস্টেমে। মানে অভিনয়শিল্পীরা আগে থেকেই ঠিক করে রাখেন কারা হবেন তাঁদের সহশিল্পী।
জুটি প্রথার নাম করে এমন চর্চা টিভি নাটকে চলছে কয়েক বছর ধরে। এই চর্চার বলি হয়েছেন মৌসুমী হামিদের মতো অনেকেই, যাঁরা সিন্ডিকেট মেনে চলেন না। তাই বছরজুড়ে অগুনতি নাটক নির্মাণ হলেও খুব কম কাজেই ডাক পেয়েছেন মৌসুমী হামিদ।
কিন্তু হাল ছাড়েননি মৌসুমী। চেষ্টা করেছেন। অপেক্ষা করেছেন। একটা ভালো কাজের তৃষ্ণা তাঁর সব সময়ই ছিল। বেশি কাজের প্রতিযোগিতায় না থেকে, এমন কিছু খুঁজেছেন, যেগুলো অভিনেত্রী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করবে।
ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে মৌসুমী হামিদ বললেন, ‘যেমন কাজের অপেক্ষায় ছিলাম, এমন কাজ আমি পেয়েছি।’ কয়েক দিন ধরে তিনি একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। তাঁর সহকর্মীরা অনেকে আগেই ওটিটি প্ল্যাটফর্মে পা ফেললেও মৌসুমী হামিদ এতদিন এ মাধ্যমে কাজ করেননি। এই প্রথম করছেন। গতকাল যখন তাঁর সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তখন তিনি শুটিং করছিলেন ঢাকার নারিন্দার একটি বাড়িতে।
জানালেন, ওয়েব সিরিজটির নাম ‘টেক্কা’। দুই ভাইবোনের গল্প। তাঁর ভাই হিসেবে অভিনয় করছেন শ্যামল মাওলা। সিরিজটি বানাচ্ছেন মেহেদি হাসান টিংকু। মৌসুমী হামিদ আশা করছেন, নামের মতোই সিরিজটি টেক্কা দেবে এই সময়ের ওটিটির বাজারে।
মৌসুমী হামিদকে এই সময়ের টিভি নাটকের একজন ‘স্ট্রাগলিং’ অভিনেত্রী বলা যায়। কারণ, কয়েক বছর ধরে নাটকে তেমন ভালো চরিত্র তিনি পাচ্ছেন না। নাটকে যাঁদের চাহিদা বেশি, তাঁদের বেশির ভাগই নাকি চলেন সিন্ডিকেট সিস্টেমে। মানে অভিনয়শিল্পীরা আগে থেকেই ঠিক করে রাখেন কারা হবেন তাঁদের সহশিল্পী।
জুটি প্রথার নাম করে এমন চর্চা টিভি নাটকে চলছে কয়েক বছর ধরে। এই চর্চার বলি হয়েছেন মৌসুমী হামিদের মতো অনেকেই, যাঁরা সিন্ডিকেট মেনে চলেন না। তাই বছরজুড়ে অগুনতি নাটক নির্মাণ হলেও খুব কম কাজেই ডাক পেয়েছেন মৌসুমী হামিদ।
কিন্তু হাল ছাড়েননি মৌসুমী। চেষ্টা করেছেন। অপেক্ষা করেছেন। একটা ভালো কাজের তৃষ্ণা তাঁর সব সময়ই ছিল। বেশি কাজের প্রতিযোগিতায় না থেকে, এমন কিছু খুঁজেছেন, যেগুলো অভিনেত্রী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করবে।
ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে মৌসুমী হামিদ বললেন, ‘যেমন কাজের অপেক্ষায় ছিলাম, এমন কাজ আমি পেয়েছি।’ কয়েক দিন ধরে তিনি একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। তাঁর সহকর্মীরা অনেকে আগেই ওটিটি প্ল্যাটফর্মে পা ফেললেও মৌসুমী হামিদ এতদিন এ মাধ্যমে কাজ করেননি। এই প্রথম করছেন। গতকাল যখন তাঁর সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তখন তিনি শুটিং করছিলেন ঢাকার নারিন্দার একটি বাড়িতে।
জানালেন, ওয়েব সিরিজটির নাম ‘টেক্কা’। দুই ভাইবোনের গল্প। তাঁর ভাই হিসেবে অভিনয় করছেন শ্যামল মাওলা। সিরিজটি বানাচ্ছেন মেহেদি হাসান টিংকু। মৌসুমী হামিদ আশা করছেন, নামের মতোই সিরিজটি টেক্কা দেবে এই সময়ের ওটিটির বাজারে।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৯ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১৯ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১৯ ঘণ্টা আগে