Ajker Patrika

বিজ্ঞাপনে নাঈম-শাবনাজের দুই মেয়ে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২২, ২২: ০৮
বিজ্ঞাপনে নাঈম-শাবনাজের দুই মেয়ে

নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। তাঁদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। মাহাদিয়া এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তাঁর গানের কল্যাণে। নাঈম কখনো তবলা, কখনো হারমোনিয়াম নিয়ে মেয়ের সঙ্গে অংশ নেন গানে। তবে অন্য মেয়ে নামিরা কিছুটা আড়ালেই থাকতেই পছন্দ করেন।

মাহাদিয়া ও নামিরা—দুই বোন প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বাটার এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে ১৪ জুন। মাহাদিয়া বলেন, ‘বাটা থেকে আমার কাছে এ ধরনের একটি কাজের প্রস্তাব আসে। আমি সেটা আব্বুর সঙ্গে শেয়ার করি। আব্বু অনুমতি দেন, তবে শর্ত ছিল একটাই— পরিবারের সম্মান অক্ষুণ্ন রেখে যেন আমরা দুই বোন কাজ করি। ঠিক তাই করার চেষ্টা করেছি।’ নামিরা বলেন, ‘মিডিয়ায় কাজ করার ব্যাপারে আমার তেমন আগ্রহ নেই। তবে দুই বোন একসঙ্গে করতে হবে শুনে রাজি হয়েছি।’

বিজ্ঞাপনে নাঈম-শাবনাজের দুই মেয়ে মাহাদিয়া ও নামিরাবিজ্ঞাপনটি বানিয়েছে ‘বাটা’র ক্রিয়েটিভ টিম। আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে বিলবোর্ড, ব্যানারে দেখা যাবে মাহাদিয়া-নামিরা দুই বোনকে। ঈদে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে বিজ্ঞাপনটি। ৩৫ বছর আগে তাঁদের বাবা নাঈমও বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। যে কারণে মেয়েদের কাজটি করার অনুমতি দিয়েছেন তিনি। শাবনাজ বলেন, ‘ওদের বাবা বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিল। সেই ভালো লাগা থেকে এই কাজটি করার অনুমতি দিয়েছি আমি আর নাঈম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত