Ajker Patrika

নীলফামারীতে মুরগির খামারে চিতা বাঘের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২: ৩৮
নীলফামারীতে মুরগির খামারে চিতা বাঘের মৃত্যু

নীলফামারীতে মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে একটি চিতা বাঘের মৃত্যু হয়েছে। সদর থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার ভোরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের দলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা মৃত বাঘটিকে উদ্ধার করেন। মৃত্যুর পর চিতা বাঘটিকে নিয়ে বাঁশে বেঁধে ঝুলিয়ে উল্লাস করেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দলপাড়া গ্রামের অলিয়ার রহমান একজন মুরগি ব্যবসায়ী। তাঁর খামারে প্রায়ই কোনো না কোনো প্রাণী ঢুকে খামারের মুরগি খেয়ে ফেলে। এ কারণে তিনি অতিষ্ঠ হয়ে খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। আজ শুক্রবার ভোররাতে খামারের ফাঁদে জড়িয়ে চিতা বাঘটির মৃত্যু হয়।

খামারি অলিয়ার রহমান বলেন, ‘আমার খামারের পেছন দিকে পুরোটাই জঙ্গল। মুরগি বাঁচাতে পেছনের দিকে বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। আজ ভোরে চিৎকার শুনে দেখি একটি চিতা বাঘ পড়ে আছে।’

জেলা বন বিভাগের কর্মকর্তা মোনায়েম খান বলেন, ‘এটি একটি লেপার্ড। ভারতীয় হতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘এটি বন বিভাগের বিষয়। তাঁরা কী পদক্ষেপ নেবেন, আমাদের জানালে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত