Ajker Patrika

ড. কলিমউল্লাহ সিনেমায় অভিনয় করলেন কবে?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২: ৪৭
ড. কলিমউল্লাহ সিনেমায় অভিনয় করলেন কবে?

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির ক্লিপে দেখা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী বিতর্কিত উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ একটি বাংলা সিনেমার দৃশ্যে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন।

উপাচার্যের দায়িত্ব পালনকালে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করা যায় কি–না, তা নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি কৃত্রিমভাবে বানানো কি–না তাও জানতে চেয়েছেন অনেকেই। তবে বেশ কিছু গণমাধ্যমে কলিমউল্লাহ নিজেই তাঁর চলচ্চিত্রে অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা যাচাই করেছি, তিনি এই অভিনয় কবে করেছেন।

ফ্যাক্টচেক
যেহেতু ড. কলিমউল্লাহ নিজেই তাঁর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ফলে এটি যে কৃত্রিমভাবে নির্মিত নয়, সেটি আর যাচাই করার প্রয়োজন নেই।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাছে, পুলিশে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চরিত্রে তিনি শহরের গডফাদারদের ধরার জন্য পুলিশের অন্য কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন।

রিভার্স সার্চ আমাদের নিয়ে যায় ইউটিউবে লাইভ টেক চ্যানেলে শুটার নামের একটি চলচ্চিত্রে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, বুবলী ও মিশা সওদাগর। কলাকুশলীর নামের অংশে ড. কলিমউল্লাহ নামটি খুঁজে পাওয়া যায়। মূল চলচ্চিত্রে ড. কলিমউল্লাহকে খুঁজে পেতে আমরা চলচ্চিত্রটি দেখা শুরু করি।

নাচে গানে ভরপুর অ্যাকশনধর্মী এ সিনেমার ১ ঘণ্টা ২৬ মিনিট পেরিয়ে খুঁজে পাওয়া যায় সেই আলোচিত দৃশ্যটি। পর্দায় দেখা যায়, ডিএমপি সদর দপ্তরের দৃশ্য। নাজমুল আহসান কলিমউল্লাহ একটি সভাকক্ষে দাঁড়িয়ে বেশ কজন পুলিশ কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে কথা বলছেন। ধরে নেওয়া যায়, তিনি পুলিশের শীর্ষ কর্তার চরিত্রে অভিনয় করছেন। প্রায় ৫০ সেকেন্ডের ওই দৃশ্যে সন্ত্রাসীদের ধরার জন্য পুলিশ কর্মকর্তাদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন তিনি।

শুটার সিনেমাটি গত ৫ জুন ইউটিউবে আপলোড করা হলেও সেটি মুক্তি পায় ২০১৬ সালে। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত চলচ্চিত্র শুটার-এ অপরাধ জগতের একজন মানুষের সুস্থ জীবনে ফিরে আসা ও টিকে থাকার লড়াই দেখানো হয়েছে। সে সময় সিনেমাটি বাংলাদেশের ১৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দুর্বল চিত্রনাট্যের কারণে সমালোচিত হলেও চলচ্চিত্রটি ২০১৬ সালের ১০টি ব্যবসা সফল ছবির তালিকায় স্থান করে নেয়।

শুটার সিনেমায় অভিনয় করেছেন নাজমুল আহসান কলিমউল্লাহ। অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন ২০১৭ সালের জুনে। এর বাইরে তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতাসহ ১১১টি দুর্নীতির ৭৯০ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।

২০১৯ সালে শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো বিবৃতিতে উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৪৫টি অভিযোগ করা হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হল, ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটসহ স্বাধীনতার স্বারক নির্মাণকাজেও উপাচার্যের অনিয়মের সত্যতা পেয়েছে ইউজিসির আরেকটি তদন্ত কমিটি। এজন্য উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওই কমিটির প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।

ব্যাপক সমালোচনার মধ্যে সম্প্রতি উপাচার্যের মেয়াদ শেষ হলে ট্রেজারার অধ্যাপক হাসিবুর রশীদকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মেয়াদের শেষ দিন মধ্যরাতে ক্লাস নেওয়ার ঘটনায়ও তাঁকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

সিদ্ধান্ত
শুটার সিনেমাটি মুক্তি পায় ২০১৬ সালে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, কারণ সিনেমাটি লাইভ টেক নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে গত ৫ জুন। অর্থাৎ কলিমউল্লাহ সিনেমায় অভিনয় করেছেন, তথ্যটি সঠিক। তবে, সেটি উপাচার্য থাকাকালীন না।

ড. কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন ২০১৭ সালের জুনে। অর্থাৎ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার একবছর পরে। এর আগে ২০১৫ সাল থেকে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপউপাচার্য ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত