ফ্যাক্টচেক ডেস্ক
গত ২২ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উন্মুক্ত এক ম্যানহোলের ছবি প্রচার করে দাবি করা হয়, ঢাকার জলাবদ্ধতার জন্য যেন শুধু মেয়ররাই নয়, সাধারণ নাগরিকেরাও দায়ী। কারণ, তারা এই বোতলগুলো ম্যানহোলে ফেলেছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে প্রচারিত খোলা ম্যানহোলের ছবিটি ঢাকার কোনো স্থানের ছবি নয়। এটি ২০১৯ সালে ভারতের বিহার রাজ্যের পাটনা শহর থেকে তোলা হয়েছিল।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারে ২০১৯ সালের ৯ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনা শহরে বর্ষার ভারী বৃষ্টিতে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ প্রতিবেদনে পাটনা শহরের জলাবদ্ধতার কারণ উল্লেখ করতে গিয়ে প্লাস্টিকের ভয়াবহতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঢাকার ছবি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটিও ব্যবহার করা হয়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, পাটনার সুয়ারেজ লাইন থেকে প্লাস্টিকের বোতল এবং ব্যাগ পরিষ্কার করা হয়েছে। তবে ছবিটিতে চিত্রগ্রাহকের কোনো নাম দেওয়া হয়নি। তবে ফ্রিল্যান্স সাংবাদিক সত্যম কুমার ঝা বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগ এএফপি ফ্যাক্টচেককে ছবিটি তাঁর তোলা বলে নিশ্চিত করেন। তিনি বলেন, পাটনার রাজেন্দ্র নগর থেকে ২০১৯ সালের ৩ অক্টোবর ছবিটি তুলেছিলেন।
সিদ্ধান্ত
ঢাকায় গত ২২ সেপ্টেম্বর জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, এটি বাংলাদেশের একটি খোলা ম্যানহোলের ছবি। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাংলাদেশের কোনো স্থানের ছবি নয়। ভারতের পাটনা থেকে ২০১৯ সালে তোলা একটি ছবিকে এই দাবিতে প্রচার করা হয়।
গত ২২ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উন্মুক্ত এক ম্যানহোলের ছবি প্রচার করে দাবি করা হয়, ঢাকার জলাবদ্ধতার জন্য যেন শুধু মেয়ররাই নয়, সাধারণ নাগরিকেরাও দায়ী। কারণ, তারা এই বোতলগুলো ম্যানহোলে ফেলেছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে প্রচারিত খোলা ম্যানহোলের ছবিটি ঢাকার কোনো স্থানের ছবি নয়। এটি ২০১৯ সালে ভারতের বিহার রাজ্যের পাটনা শহর থেকে তোলা হয়েছিল।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারে ২০১৯ সালের ৯ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের পাটনা শহরে বর্ষার ভারী বৃষ্টিতে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ প্রতিবেদনে পাটনা শহরের জলাবদ্ধতার কারণ উল্লেখ করতে গিয়ে প্লাস্টিকের ভয়াবহতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঢাকার ছবি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটিও ব্যবহার করা হয়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, পাটনার সুয়ারেজ লাইন থেকে প্লাস্টিকের বোতল এবং ব্যাগ পরিষ্কার করা হয়েছে। তবে ছবিটিতে চিত্রগ্রাহকের কোনো নাম দেওয়া হয়নি। তবে ফ্রিল্যান্স সাংবাদিক সত্যম কুমার ঝা বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগ এএফপি ফ্যাক্টচেককে ছবিটি তাঁর তোলা বলে নিশ্চিত করেন। তিনি বলেন, পাটনার রাজেন্দ্র নগর থেকে ২০১৯ সালের ৩ অক্টোবর ছবিটি তুলেছিলেন।
সিদ্ধান্ত
ঢাকায় গত ২২ সেপ্টেম্বর জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, এটি বাংলাদেশের একটি খোলা ম্যানহোলের ছবি। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাংলাদেশের কোনো স্থানের ছবি নয়। ভারতের পাটনা থেকে ২০১৯ সালে তোলা একটি ছবিকে এই দাবিতে প্রচার করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অন্তর্বর্তী সরকারব্যবস্থাকে ‘দুর্বৃত্ত-লুটেরা-মাফিয়া’ উল্লেখ করে মন্তব্য করেছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভিন্ন ভিন্ন ক্যাপশনে সম্প্রতি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে ছড়ানো হয়েছে।
১০ ঘণ্টা আগেপরিশ্রম করলে মানুষের শরীর থেকে ঘাম বের হয়। ঘামের মধ্যে পানি ও লবণ থাকে তা সাধারণভাবে সবাই জানে। কিন্তু ঘাম মানুষের শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়—এমন একটি কথাও বহুদিন ধরে লোকমুখে প্রচার হয়ে আসছে। কিন্তু সত্যিই কি তাই? এই বিষয়ে চিকিৎসাবিজ্ঞান কী বলে তা জানার চেষ্টা করেছে আজকের পত্রিকা
১৯ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা রেস্তোরাঁয় ইফতারি করে বিল না দিয়ে চাঁদা চাওয়ায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির হয়— এমন দাবিতে একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
১ দিন আগেবিভিন্ন স্বাস্থ্য উপকারিতার কারণে মধু সবার কাছে প্রাকৃতিক মহৌষধ নামে পরিচিত। তবে মধু খেলে অ্যালার্জি ভালো হয়—এমন ধারণা অনেকের। কিন্তু এই দাবির সত্যতা কতটুকু? চিকিৎসাবিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগে