Ajker Patrika

পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা কি ভারতের হারের আনন্দে মেতেছেন  

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১: ৩৮
পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা কি ভারতের হারের আনন্দে মেতেছেন  

সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের হেরে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্‌যাপনের একটি ভিডিও প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, তাঁরা ভারতের পরাজয় উদ্‌যাপন করছেন। 

২১ নভেম্বর টিকটকে নাজিফা তুশি অফিশিয়াল নামে এক আইডি থেকে প্রচারিত এমন এক ভিডিও আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত প্রায় ১ লাখ ৯৭ হাজার বার দেখা হয়েছে। রিয়েক্ট পড়েছে প্রায় ১১ হাজার। এটি শেয়ার হয়েছে ৪০০ বারের বেশি। 

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত আরও কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবি করে ভিডিওটি ফেসবুকেও প্রচার হয়েছে। ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে

অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের উদ্‌যাপনের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের উদ্‌যাপনের ভিডিও।

এ স্পোর্টস চ্যানেলে ২০২২ সালে প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটির শুরুতে অনুষ্ঠানটির টেবিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর লোগো দেখা যায়। পাশাপাশি স্ক্রিনে ‘এ স্পোর্টস’ লেখা একটি লোগো দেখা যায়। এসব সূত্র ধরে ইউটিউবে কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘এ স্পোর্টস’ নামের একটি চ্যানেলে ২০২২ সালের ৯ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি দেখুন এখানে

ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে ওঠায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা উদ্‌যাপন করেন। এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান।  

উল্লেখ্য, ‘এ স্পোর্টস’ পাকিস্তানের খেলাধুলাবিষয়ক টিভি চ্যানেল। এটি ২০২১ সালের ১৬ অক্টোবর চালু হয়। ২০২১ সালের ৯ অক্টোবর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ওয়াহাব রিয়াজ, মিসবাহ-উল-হক এই চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক প্যানেলে যোগদানের ঘোষণা দেন।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 

সিদ্ধান্ত 
২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে। সে সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা একটি টিভি প্রোগ্রামে উদ্‌যাপন করেন। সেই উদ্‌যাপনের ভিডিওকে সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের উদ্‌যাপনের দাবিতে প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত