ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। সময়ের আগেই তাঁর দায়িত্ব ছাড়াকে কেন্দ্র করে ফেসবুকে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে জড়িয়ে একটি বক্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি অ্যালান ডোনাল্ডকে নিয়ে বলেছেন, ‘আমার জীবনের সব থেকে প্রিয় একজন স্যার (ডোনাল্ড)। জানি না তার মতো আর কাউকে পাবো কি না।’
ফেসবুকে এই দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটি মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত ১ লাখ ৫ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৩০৮ বার। আর এতে মন্তব্য পড়েছে প্রায় সাড়ে ৩০০। পোস্টটির কমেন্ট বক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী বক্তব্যটি মোস্তাফিজের বলেই মনে করছেন।
তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, মোস্তাফিজের নামে অ্যালান ডোনাল্ডকে নিয়ে প্রচারিত মন্তব্যটি বানোয়াট। তিনি অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।
মোস্তাফিজুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। বরং তাঁর পেজে সবশেষ গত ৪ অক্টোবর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে তিনি তাঁর প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে মোস্তাফিজুর রহমানের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এ ছাড়া পোস্টগুলোতে মোস্তাফিজুর রহমানের বয়ানে দাবি করা বক্তব্যটি ধরে কি-ওয়ার্ড অনুসন্ধানে কিছু ফেসবুক পোস্ট ছাড়া আর কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি।
তবে পোস্টগুলোর সূত্রে স্পোর্টস এক্স নামের একটি ফেসবুক পেজের ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এই ফটোকার্ড ধরে অনুসন্ধানে পেজটিতে রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২২ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্ৰথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। এ পোস্টেও মোস্তাফিজের নামে প্রচারিত বক্তব্যটির কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
পরে মোস্তাফিজের নামে প্রচারিত এ বক্তব্যের সূত্র জানতে চেয়ে স্পোর্টস এক্স পেজটিতে দেওয়া মোবাইল নম্বরে আজকের পত্রিকার পক্ষ থেকে একাধিকবার ফোনকল করা হয়। তবে প্রতিবারই ফোনকলটি কেটে দেওয়া হয়।
এর আগেও পেজটি থেকে একাধিক ক্রিকেটারের নামে অ্যালান ডোনাল্ডকে নিয়ে সূত্রহীন বক্তব্য প্রচার করতে দেখা গেছে। ওই সময়ও আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করে পেজটির সংশ্লিষ্টদের কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি। বরং তখন পেজটি থেকে আরেকটি নম্বর দেওয়া হয় যোগাযোগের জন্য।
ওই নম্বরে মঙ্গলবার (১৪ নভেম্বর) যোগাযোগ করে মোস্তাফিজের নামে প্রচারিত এ বক্তব্যের সূত্র জানতে চাইলে অপর পাশ থেকে বলা হয়, তিনি পেজটির অ্যাডমিন না। পেজটি চালান তাঁর ছোট ভাই। এ বিষয়ে তিনি কিছু জানেন না।
স্বাভাবিকভাবেই মোস্তাফিজ বা অন্য কোনো ক্রিকেটার অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
যেমন অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর সোমবার (১৩ নভেম্বর) আবেগঘন স্ট্যাটাস দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ লেখেন, ‘একজন কিংবদন্তি ও ভদ্রলোক। অসাধারণ এক ব্যক্তি। আপনার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’
গত শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ শেষে অ্যালান ডোনাল্ডকে নিয়ে তাসকিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের ফাস্ট বোলিং করতে দারুণভাবে সাহায্য করেছেন। ভালো হোক বা খারাপ হোক, সব সময় পাশে থাকতেন। অনুপ্রাণিত করতেন। তাঁর সঙ্গে কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করেছি। তিনি তো চলে গেলেন। পেশাগত জীবন বলতে এটাই। সব কোচই দুই বছর, চার বছর পর যাবেন, আসবেন। তাঁর সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরও ভালো বোলিং কোচের আশায় রইলাম।’
আজকের পত্রিকাসহ দেশের সব সংবাদমাধ্যমেই মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিনদের এসব বক্তব্যসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হয়ে আসেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। বিসিবির সঙ্গে তাঁর চলতি মাসেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। চাকরি ছাড়ার ঘোষণার আগে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউটের আবেদন নিয়ে সমালোচনা করেন তিনি। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিসিবি থেকে তাঁকে চিঠি দিয়ে অসন্তোষের কথা জানানো হয়।
সিদ্ধান্ত
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। তাঁর এ দায়িত্ব ছাড়াকে কেন্দ্র করে পেসার মোস্তাফিজুর রহমানকে জড়িয়ে একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, ‘আমার জীবনের সব থেকে প্রিয় একজন স্যার (ডোনাল্ড), জানি না তার মতো আর কাউকে পাবো কিনা।’ অনুসন্ধানে দেখা গেছে, ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এমন কোনো মন্তব্য করেননি। তাঁকে জড়িয়ে কোনো সূত্র উল্লেখ ছাড়াই মন্তব্যটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। সময়ের আগেই তাঁর দায়িত্ব ছাড়াকে কেন্দ্র করে ফেসবুকে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে জড়িয়ে একটি বক্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি অ্যালান ডোনাল্ডকে নিয়ে বলেছেন, ‘আমার জীবনের সব থেকে প্রিয় একজন স্যার (ডোনাল্ড)। জানি না তার মতো আর কাউকে পাবো কি না।’
ফেসবুকে এই দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটি মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত ১ লাখ ৫ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৩০৮ বার। আর এতে মন্তব্য পড়েছে প্রায় সাড়ে ৩০০। পোস্টটির কমেন্ট বক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী বক্তব্যটি মোস্তাফিজের বলেই মনে করছেন।
তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, মোস্তাফিজের নামে অ্যালান ডোনাল্ডকে নিয়ে প্রচারিত মন্তব্যটি বানোয়াট। তিনি অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।
মোস্তাফিজুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। বরং তাঁর পেজে সবশেষ গত ৪ অক্টোবর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে তিনি তাঁর প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে মোস্তাফিজুর রহমানের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এ ছাড়া পোস্টগুলোতে মোস্তাফিজুর রহমানের বয়ানে দাবি করা বক্তব্যটি ধরে কি-ওয়ার্ড অনুসন্ধানে কিছু ফেসবুক পোস্ট ছাড়া আর কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি।
তবে পোস্টগুলোর সূত্রে স্পোর্টস এক্স নামের একটি ফেসবুক পেজের ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এই ফটোকার্ড ধরে অনুসন্ধানে পেজটিতে রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২২ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্ৰথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। এ পোস্টেও মোস্তাফিজের নামে প্রচারিত বক্তব্যটির কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
পরে মোস্তাফিজের নামে প্রচারিত এ বক্তব্যের সূত্র জানতে চেয়ে স্পোর্টস এক্স পেজটিতে দেওয়া মোবাইল নম্বরে আজকের পত্রিকার পক্ষ থেকে একাধিকবার ফোনকল করা হয়। তবে প্রতিবারই ফোনকলটি কেটে দেওয়া হয়।
এর আগেও পেজটি থেকে একাধিক ক্রিকেটারের নামে অ্যালান ডোনাল্ডকে নিয়ে সূত্রহীন বক্তব্য প্রচার করতে দেখা গেছে। ওই সময়ও আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করে পেজটির সংশ্লিষ্টদের কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি। বরং তখন পেজটি থেকে আরেকটি নম্বর দেওয়া হয় যোগাযোগের জন্য।
ওই নম্বরে মঙ্গলবার (১৪ নভেম্বর) যোগাযোগ করে মোস্তাফিজের নামে প্রচারিত এ বক্তব্যের সূত্র জানতে চাইলে অপর পাশ থেকে বলা হয়, তিনি পেজটির অ্যাডমিন না। পেজটি চালান তাঁর ছোট ভাই। এ বিষয়ে তিনি কিছু জানেন না।
স্বাভাবিকভাবেই মোস্তাফিজ বা অন্য কোনো ক্রিকেটার অ্যালান ডোনাল্ডকে নিয়ে এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
যেমন অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর সোমবার (১৩ নভেম্বর) আবেগঘন স্ট্যাটাস দিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ লেখেন, ‘একজন কিংবদন্তি ও ভদ্রলোক। অসাধারণ এক ব্যক্তি। আপনার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’
গত শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ শেষে অ্যালান ডোনাল্ডকে নিয়ে তাসকিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের ফাস্ট বোলিং করতে দারুণভাবে সাহায্য করেছেন। ভালো হোক বা খারাপ হোক, সব সময় পাশে থাকতেন। অনুপ্রাণিত করতেন। তাঁর সঙ্গে কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করেছি। তিনি তো চলে গেলেন। পেশাগত জীবন বলতে এটাই। সব কোচই দুই বছর, চার বছর পর যাবেন, আসবেন। তাঁর সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরও ভালো বোলিং কোচের আশায় রইলাম।’
আজকের পত্রিকাসহ দেশের সব সংবাদমাধ্যমেই মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিনদের এসব বক্তব্যসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হয়ে আসেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। বিসিবির সঙ্গে তাঁর চলতি মাসেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। চাকরি ছাড়ার ঘোষণার আগে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউটের আবেদন নিয়ে সমালোচনা করেন তিনি। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিসিবি থেকে তাঁকে চিঠি দিয়ে অসন্তোষের কথা জানানো হয়।
সিদ্ধান্ত
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। তাঁর এ দায়িত্ব ছাড়াকে কেন্দ্র করে পেসার মোস্তাফিজুর রহমানকে জড়িয়ে একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, ‘আমার জীবনের সব থেকে প্রিয় একজন স্যার (ডোনাল্ড), জানি না তার মতো আর কাউকে পাবো কিনা।’ অনুসন্ধানে দেখা গেছে, ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এমন কোনো মন্তব্য করেননি। তাঁকে জড়িয়ে কোনো সূত্র উল্লেখ ছাড়াই মন্তব্যটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে ‘দুর্বৃত্ত-লুটেরা-মাফিয়া’ উল্লেখ করে মন্তব্য করেছেন-এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভিন্ন ভিন্ন ক্যাপশনে সম্প্রতি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজে ছড়ানো হয়েছে।
২ ঘণ্টা আগেপরিশ্রম করলে মানুষের শরীর থেকে ঘাম বের হয়। ঘামের মধ্যে পানি ও লবণ থাকে তা সাধারণভাবে সবাই জানে। কিন্তু ঘাম মানুষের শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়—এমন একটি কথাও বহুদিন ধরে লোকমুখে প্রচার হয়ে আসছে। কিন্তু সত্যিই কি তাই? এই বিষয়ে চিকিৎসাবিজ্ঞান কী বলে তা জানার চেষ্টা করেছে আজকের পত্রিকা
১০ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা রেস্তোরাঁয় ইফতারি করে বিল না দিয়ে চাঁদা চাওয়ায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির হয়— এমন দাবিতে একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
১ দিন আগেবিভিন্ন স্বাস্থ্য উপকারিতার কারণে মধু সবার কাছে প্রাকৃতিক মহৌষধ নামে পরিচিত। তবে মধু খেলে অ্যালার্জি ভালো হয়— এমন ধারণা অনেকের। কিন্তু এই দাবির সত্যতা কতটুকু? চিকিৎসাবিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগে