ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি ফেসবুকে StopNCII নামে একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিয়ে বলা হচ্ছে, ‘যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা ফটোশপ দিয়ে কারও ছবি এডিট করে ন্যুড ছবি তৈরি করে, তাহলে StopNCII ওয়েবসাইটে গিয়ে আসল ছবি ও এডিটেড ছবি জমা দিতে হবে। পরে ওয়েবসাইটটি ইন্টারনেটের যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য ওই ব্যক্তিকে কারও সঙ্গে সরাসরি কথা বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।’
‘বিজ্ঞানবলয়’ নামের ৩৮ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে গত ২৪ মার্চ (শনিবার) এসব তথ্য উল্লেখ করে একটি পোস্ট করা হয়। ‘সায়েন্স গ্যালাক্সি (Science Galaxy) ’ নামের একটি ফেসবুক ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টটি আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ৪ হাজারের বেশি শেয়ার হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ১৭ হাজারের বেশি।
StopNCII কী ইন্টারনেটের সব উৎস থেকে আপত্তিকর ছবি সরিয়ে দিতে পারে? ওয়েবসাইটটি কী নির্ভরযোগ্য? কীভাবে কাজ করে ওয়েবসাইটটি?
দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানে ভারতীয় সংবাদ মাধ্যম ওপি ইন্ডিয়াতে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে StopNCII সম্পর্কে বেশ কিছু তথ্য খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, StopNCII হল যুক্তরাজ্যভিত্তিক একটি উদ্যোগ, যা বিশ্বব্যাপী প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতে কাজ করা দাতব্য সংস্থা সাউথ ওয়েস্ট গ্রিড ফর লার্নিং (এসডাব্লিউজিএফএল) এর অংশ। এটি সংস্থাটির রিভেঞ্জ পর্ণ হেল্পলাইন (আরপিএইচ) দ্বারা পরিচালিত হয়। আরপিএইচের যাত্রা শুরু হয় ২০১৮ সালে অ-সম্মতিমূলক অন্তরঙ্গ ছবি অপব্যবহারের ফলে ভুক্তভোগীদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে। এরই অংশ হিসেবে ২০১৮ সালে ফেসবুক ও ইনস্টাগ্রামের একটি পাইলট প্রকল্পের আওতায় StopNCII এর যাত্রা। আরপিএইচের দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানটির অ-সম্মতিমূলক অন্তরঙ্গ ছবি সরানোর হার শতকরা ৯০ ভাগ এবং তারা ২ লাখের বেশি ছবি সরিয়েছে। তবে StopNCII ইন্টারনেটের সব উৎস থেকে আপত্তিকর বা বিকৃত ছবি সরাতে পারে না, যেমনটা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। ওয়েবসাইটটি কেবল এদের অংশী প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেমন, মেটা, টিকটক থেকে ছবি সরাতে পারে।
২০২৩ সালে ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসাররা StopNCII নিয়ে কনটেন্ট বানিয়ে দাবি করে, ওয়েবসাইটটি ইন্টারনেটের সব উৎস থেকে আপত্তিকর ছবি সরিয়ে ফেলতে পারে। এ প্রসঙ্গে ওপি ইন্ডিয়া ভারতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আকাঞ্চা শ্রীবাস্তবের বরাত দিয়ে জানায়, এটি পুরোপুরি মিথ্যা। কেউ ইন্টারনেটের সব উৎস কোনো কিছু চিরতরে মুছে ফেলতে পারবে না।
StopNCII এর ওয়েবসাইট ঘুরেও এসব তথ্যের সত্যতা মেলে। ওয়েবসাইটটির ব্যবহার সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব থেকে জানা যায়, ওয়েবসাইটটি ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। শর্তগুলো হলো:
প্রশ্নোত্তর পর্ব থেকে আরও জানা যায়, StopNCII এর ওয়েবসাইটে অন্য কারও পক্ষ থেকে ছবি শেয়ার করার কোনো সুযোগ নেই। কেবল ভুক্তভোগী ব্যক্তিই এখানে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটি কারও ছবি গ্রহণ করে না। এরা অংশী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে ছবি সরানোর ক্ষেত্রে অন ডিভাইস হ্যাশিং প্রযুক্তি ব্যবহার করে।
ওয়েবসাইটটির শুরুতেও একই তথ্যের উল্লেখ রয়েছে। এখানে ওয়েবসাইটটির ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, প্রকৃত StopNCII কখনো কারও ছবি বা ভিডিও পোস্ট করতে বলে না। অ-সম্মতিমূলক অন্তরঙ্গ ছবি সরানোর ক্ষেত্রে StopNCII কীভাবে কাজ করে সেটির একটি ভিডিওচিত্রও ওয়েবসাইটটিতে যুক্ত করা হয়েছে। এতে দেখা যায়, ভুক্তভোগী ওয়েবসাইটে আবেদন করার পর এরা ওই ছবির বা ভিডিওয়ের একটি হ্যাশ বা ডিজিটাল বারকোড তৈরি করে। যা StopNCII এর হ্যাশব্যাংকে সংরক্ষিত থাকে এবং এই কোড StopNCII এর অংশী প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়। অংশী প্রতিষ্ঠানগুলো এই হ্যাশের ভিত্তিতেই ছবি বা ভিডিও শনাক্ত করে এদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত দাবিগুলোর অধিকতর সত্যতা যাচাইয়ে StopNCII এর মূল প্রতিষ্ঠান সাউথ ওয়েস্ট গ্রিড ফর লার্নিংয়ের (এসডাব্লিউজিএফএল) প্রেস অফিসে মেইল করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। প্রেস অফিস মেইলের উত্তরে জানায়, StopNCII ইন্টারনেটের সব উৎস থেকে ছবি সরানোর ক্ষেত্রে কাজ করে না। প্রতিষ্ঠানটি বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, রেড্ডিট, থ্রেডস, স্ন্যাপ, ব্যাম্বল, অনলি ফ্যানস, আইলো এবং নিয়ান্টিকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। অর্থাৎ কেবল এই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকেই কেবল তারা আপত্তিকর ছবি সরাতে পারে।
সাউথ ওয়েস্ট গ্রিড ফর লার্নিংয়ের (এসডব্লিউজিএফএল) প্রেস অফিস আরও জানায়, এরা কখনো ভুক্তভোগীকে ওয়েবসাইটে ছবি পোস্ট করতে বলে না। StopNCII-এর ওয়েবসাইটে মূলত আপত্তিকর ছবিগুলোকে হ্যাশে পরিণত করা হয় এবং ছবি ভুক্তভোগীর ফোনেই থেকে যায়।
উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট, StopNCII ইন্টারনেটের সব উৎস থেকে ছবি সরাতে কাজ করে না। এটি কেবল নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আপত্তিকর ছবি সরাতে কাজ করে এবং এসব ক্ষেত্রে ওয়েবসাইটটি সরাসরি ভুক্তভোগীর ছবি ব্যবহার করে না বরং আপত্তিকর ছবিটিকে অন ডিভাইস হ্যাশিং প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। অর্থাৎ StopNCII ফেসবুকে ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর।
সম্প্রতি ফেসবুকে StopNCII নামে একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিয়ে বলা হচ্ছে, ‘যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা ফটোশপ দিয়ে কারও ছবি এডিট করে ন্যুড ছবি তৈরি করে, তাহলে StopNCII ওয়েবসাইটে গিয়ে আসল ছবি ও এডিটেড ছবি জমা দিতে হবে। পরে ওয়েবসাইটটি ইন্টারনেটের যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য ওই ব্যক্তিকে কারও সঙ্গে সরাসরি কথা বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।’
‘বিজ্ঞানবলয়’ নামের ৩৮ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে গত ২৪ মার্চ (শনিবার) এসব তথ্য উল্লেখ করে একটি পোস্ট করা হয়। ‘সায়েন্স গ্যালাক্সি (Science Galaxy) ’ নামের একটি ফেসবুক ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টটি আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ৪ হাজারের বেশি শেয়ার হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ১৭ হাজারের বেশি।
StopNCII কী ইন্টারনেটের সব উৎস থেকে আপত্তিকর ছবি সরিয়ে দিতে পারে? ওয়েবসাইটটি কী নির্ভরযোগ্য? কীভাবে কাজ করে ওয়েবসাইটটি?
দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানে ভারতীয় সংবাদ মাধ্যম ওপি ইন্ডিয়াতে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে StopNCII সম্পর্কে বেশ কিছু তথ্য খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, StopNCII হল যুক্তরাজ্যভিত্তিক একটি উদ্যোগ, যা বিশ্বব্যাপী প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতে কাজ করা দাতব্য সংস্থা সাউথ ওয়েস্ট গ্রিড ফর লার্নিং (এসডাব্লিউজিএফএল) এর অংশ। এটি সংস্থাটির রিভেঞ্জ পর্ণ হেল্পলাইন (আরপিএইচ) দ্বারা পরিচালিত হয়। আরপিএইচের যাত্রা শুরু হয় ২০১৮ সালে অ-সম্মতিমূলক অন্তরঙ্গ ছবি অপব্যবহারের ফলে ভুক্তভোগীদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে। এরই অংশ হিসেবে ২০১৮ সালে ফেসবুক ও ইনস্টাগ্রামের একটি পাইলট প্রকল্পের আওতায় StopNCII এর যাত্রা। আরপিএইচের দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানটির অ-সম্মতিমূলক অন্তরঙ্গ ছবি সরানোর হার শতকরা ৯০ ভাগ এবং তারা ২ লাখের বেশি ছবি সরিয়েছে। তবে StopNCII ইন্টারনেটের সব উৎস থেকে আপত্তিকর বা বিকৃত ছবি সরাতে পারে না, যেমনটা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। ওয়েবসাইটটি কেবল এদের অংশী প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেমন, মেটা, টিকটক থেকে ছবি সরাতে পারে।
২০২৩ সালে ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসাররা StopNCII নিয়ে কনটেন্ট বানিয়ে দাবি করে, ওয়েবসাইটটি ইন্টারনেটের সব উৎস থেকে আপত্তিকর ছবি সরিয়ে ফেলতে পারে। এ প্রসঙ্গে ওপি ইন্ডিয়া ভারতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আকাঞ্চা শ্রীবাস্তবের বরাত দিয়ে জানায়, এটি পুরোপুরি মিথ্যা। কেউ ইন্টারনেটের সব উৎস কোনো কিছু চিরতরে মুছে ফেলতে পারবে না।
StopNCII এর ওয়েবসাইট ঘুরেও এসব তথ্যের সত্যতা মেলে। ওয়েবসাইটটির ব্যবহার সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব থেকে জানা যায়, ওয়েবসাইটটি ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। শর্তগুলো হলো:
প্রশ্নোত্তর পর্ব থেকে আরও জানা যায়, StopNCII এর ওয়েবসাইটে অন্য কারও পক্ষ থেকে ছবি শেয়ার করার কোনো সুযোগ নেই। কেবল ভুক্তভোগী ব্যক্তিই এখানে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটি কারও ছবি গ্রহণ করে না। এরা অংশী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকে ছবি সরানোর ক্ষেত্রে অন ডিভাইস হ্যাশিং প্রযুক্তি ব্যবহার করে।
ওয়েবসাইটটির শুরুতেও একই তথ্যের উল্লেখ রয়েছে। এখানে ওয়েবসাইটটির ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, প্রকৃত StopNCII কখনো কারও ছবি বা ভিডিও পোস্ট করতে বলে না। অ-সম্মতিমূলক অন্তরঙ্গ ছবি সরানোর ক্ষেত্রে StopNCII কীভাবে কাজ করে সেটির একটি ভিডিওচিত্রও ওয়েবসাইটটিতে যুক্ত করা হয়েছে। এতে দেখা যায়, ভুক্তভোগী ওয়েবসাইটে আবেদন করার পর এরা ওই ছবির বা ভিডিওয়ের একটি হ্যাশ বা ডিজিটাল বারকোড তৈরি করে। যা StopNCII এর হ্যাশব্যাংকে সংরক্ষিত থাকে এবং এই কোড StopNCII এর অংশী প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়। অংশী প্রতিষ্ঠানগুলো এই হ্যাশের ভিত্তিতেই ছবি বা ভিডিও শনাক্ত করে এদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত দাবিগুলোর অধিকতর সত্যতা যাচাইয়ে StopNCII এর মূল প্রতিষ্ঠান সাউথ ওয়েস্ট গ্রিড ফর লার্নিংয়ের (এসডাব্লিউজিএফএল) প্রেস অফিসে মেইল করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। প্রেস অফিস মেইলের উত্তরে জানায়, StopNCII ইন্টারনেটের সব উৎস থেকে ছবি সরানোর ক্ষেত্রে কাজ করে না। প্রতিষ্ঠানটি বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, রেড্ডিট, থ্রেডস, স্ন্যাপ, ব্যাম্বল, অনলি ফ্যানস, আইলো এবং নিয়ান্টিকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। অর্থাৎ কেবল এই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট থেকেই কেবল তারা আপত্তিকর ছবি সরাতে পারে।
সাউথ ওয়েস্ট গ্রিড ফর লার্নিংয়ের (এসডব্লিউজিএফএল) প্রেস অফিস আরও জানায়, এরা কখনো ভুক্তভোগীকে ওয়েবসাইটে ছবি পোস্ট করতে বলে না। StopNCII-এর ওয়েবসাইটে মূলত আপত্তিকর ছবিগুলোকে হ্যাশে পরিণত করা হয় এবং ছবি ভুক্তভোগীর ফোনেই থেকে যায়।
উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট, StopNCII ইন্টারনেটের সব উৎস থেকে ছবি সরাতে কাজ করে না। এটি কেবল নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আপত্তিকর ছবি সরাতে কাজ করে এবং এসব ক্ষেত্রে ওয়েবসাইটটি সরাসরি ভুক্তভোগীর ছবি ব্যবহার করে না বরং আপত্তিকর ছবিটিকে অন ডিভাইস হ্যাশিং প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। অর্থাৎ StopNCII ফেসবুকে ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১৪ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২০ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
২ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ দিন আগে