Ajker Patrika

ভিডিওটি কি ফিলিস্তিনে নিহতদের  

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১: ২৯
ভিডিওটি কি ফিলিস্তিনে নিহতদের  

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে মসজিদের সামনে রাস্তায় কাফনের কাপড়ে মোড়ানো লাশ দেখা যায়। ভিডিওটিতে ‘আল্লাহ ফিলিস্তিনি শহীদদের কবুল করেন’ শীর্ষক লেখা।

আজ শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত  প্রায় ১৬ লাখ বার দেখা হয়েছে এই ভিডিও, রিয়েক্ট পড়েছে দেড় লাখের বেশি। এটি শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার বার, মন্তব্য টেনেছে সাড়ে তিন হাজারের বেশি। লাশগুলো ফিলিস্তিনিদের ভেবে অনেকেই কমেন্ট করছে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছে। 

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটিতে দৃশ্যমান লাশগুলো বাস্তবে লাশ নয়। ইরানের তেহরান স্কয়ারে ইসরায়েলের হামলায় গাজায় নিহতদের স্মরণে আয়োজন করা শিল্প প্রদর্শনীর ভিডিও এটি। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির ওয়েবসাইটে গত ১৪ নভেম্বর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকে জানা যায়, ইরানে ইসরায়েলের হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘সিম্ফনি অব দ্য কিল্ড’ নামে এই শিল্প প্রদর্শনী হয়। এটি গত ১৩ নভেম্বর ইরানের তেহরান স্কয়ারে হয়। প্রতিবেদনটি থেকে পাওয়া ছবির সঙ্গে টিকটকে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।ইরানে আয়োজিত ‘সিম্ফনি অব দ্য কিল্ড’ শিল্প প্রদর্শনীপ্রতিবেদনটি দেখুন এখানে

এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার ওয়েবসাইটেও ১৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে একই তথ্য খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকদের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে কাফনে মোড়ানো ৪ হাজার লাশ প্রতীকী হিসেবে প্রদর্শন করা হয়। 

প্রতিবেদনটি দেখুন এখানে

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। একমাসের বেশি সময় চলা যুদ্ধে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে গাজা কর্তৃপক্ষের তথ্য। এর মধ্যে সাড়ে পাঁচ হাজার শিশু। তবে গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে যায়। আগামী চার দিন চলবে এই যুদ্ধবিরতি। এর মধ্যে হামাস ১৩ জন ইসরায়েলি নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেবে। বিপরীতে প্রায় ৪০ ফিলিস্তিনি নারী ও শিশু বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।

সিদ্ধান্ত 
গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে গত ১৩ নভেম্বর ইরানের তেহরান স্কয়ারে ‘সিম্ফনি অব দ্য কিল্ড’ নামে শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্প্রতি এই  প্রদর্শনীর একটি ভিডিও ঘটনার উল্লেখ ছাড়া ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়। ফলে ভিডিওটির কমেন্ট বক্সে টিকটক ব্যবহারকারীদের ভিডিওটি বাস্তব ধরে নিয়ে মন্তব্য করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত