ফ্যাক্টচেক ডেস্ক
ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পাহাড়ি ঢালু পথের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সড়কটি বাংলাদেশের। গত ২৭ সেপ্টেম্বর মুহাম্মদ সাইফুল নামের এক ফেসবুক পেজ থেকে এমন এক ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭ লাখ ২৯ হাজার বার দেখা হয়েছে।
ভিডিওটি দেখুন এখানে।
একই ভিডিও টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে ভিডিওটিকে সিলেট-জাফলং বর্ডারের দাবি করা হয়েছে। ভিডিওটি প্রায় ৮৯ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে থাকা সড়কটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রোডা জালানান নামের এক ইউটিউবে চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ২০২২ সালের ১৭ নভেম্বর ৫৪ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি চ্যানেলটিতে প্রচার করা হয়। শুরুতেই আলোচিত ভিডিওটি দেখা যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের ট্রান্স-সুমাত্রা সড়ক থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। বাতু জোম্বা নামের এই ঢালু পথ উত্তর সুমাত্রা প্রদেশের সাউথ তপানুলি রাজ্যের সিপিরোক এলাকায় অবস্থিত। চ্যানেলটিতে একই স্থানের আরও বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে পাওয়া এসব তথ্যের সূত্রে ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা আনতারাতে ২০২২ সালের ২০ এপ্রিল একই স্থান নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, সে সময় রাস্তাটি সংস্কার কাজ শুরু করে দেওয়া হয়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বাংলাদেশের সড়ক দাবি করে প্রচারিত সড়কটির মিল পাওয়া যায়।
সিদ্ধান্ত
উপরের আলোচনা থেকে স্পষ্ট, বাংলাদেশ বা সিলেটের সড়ক দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে থাকা সড়কটি প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়ার।
ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পাহাড়ি ঢালু পথের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সড়কটি বাংলাদেশের। গত ২৭ সেপ্টেম্বর মুহাম্মদ সাইফুল নামের এক ফেসবুক পেজ থেকে এমন এক ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৭ লাখ ২৯ হাজার বার দেখা হয়েছে।
ভিডিওটি দেখুন এখানে।
একই ভিডিও টিকটকেও প্রচার হতে দেখা যায়। টিকটকে ভিডিওটিকে সিলেট-জাফলং বর্ডারের দাবি করা হয়েছে। ভিডিওটি প্রায় ৮৯ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে থাকা সড়কটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রোডা জালানান নামের এক ইউটিউবে চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ২০২২ সালের ১৭ নভেম্বর ৫৪ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটি চ্যানেলটিতে প্রচার করা হয়। শুরুতেই আলোচিত ভিডিওটি দেখা যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের ট্রান্স-সুমাত্রা সড়ক থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। বাতু জোম্বা নামের এই ঢালু পথ উত্তর সুমাত্রা প্রদেশের সাউথ তপানুলি রাজ্যের সিপিরোক এলাকায় অবস্থিত। চ্যানেলটিতে একই স্থানের আরও বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে পাওয়া এসব তথ্যের সূত্রে ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা আনতারাতে ২০২২ সালের ২০ এপ্রিল একই স্থান নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, সে সময় রাস্তাটি সংস্কার কাজ শুরু করে দেওয়া হয়। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বাংলাদেশের সড়ক দাবি করে প্রচারিত সড়কটির মিল পাওয়া যায়।
সিদ্ধান্ত
উপরের আলোচনা থেকে স্পষ্ট, বাংলাদেশ বা সিলেটের সড়ক দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে থাকা সড়কটি প্রকৃতপক্ষে ইন্দোনেশিয়ার।
দীপ্তির বক্তব্য দাবিতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দীপ্তি চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ডটিতে লেখা, ‘আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন।’
৩ মিনিট আগেআজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
২১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১ দিন আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
২ দিন আগে