ডা. মো. জাহেদ পারভেজ
ত্বকে নানা সমস্যা ও ঘামাচি গরমকালের একটি সাধারণ সমস্যা। বড়দের তো বটেই, শিশুদেরও গরমকালে ঘামাচির সমস্যা দেখা দেয়। ঘামাচি থেকে কোনো বড় সমস্যা না হলেও, এর থেকে জ্বালা ও ত্বকের চুলকানিতে কষ্ট পায় শিশুরা।
গরম এলেই শিশুদের শরীরে ঘামাচি দেখা যায়। কয়েক মাসের শিশু থেকে শুরু করে, স্কুলগামী শিশু প্রায় প্রত্যেকের শরীরই ঘামাচিতে ঢেকে যায়। একে মিলিয়ারিয়া রুব্রা, মিলিয়ারিয়া ক্রিস্টলাইনও বলা হয়। পেট, বুক, ঘাড়, নিতম্ব এবং শরীরের ভাঁজযুক্ত জায়গায় ঘামাচি বেশি হয়ে থাকে।
ঘামাচির কারণ
লম্বা ছুটিতে দীর্ঘ ভ্রমণ বা অধিক ঘামের কারণেও ঘামাচি দেখা দিতে পারে। মূলত শরীরে বেশি ঘামের কারণে রোমকূপ বন্ধ হয়ে গিয়ে ঘাম বেরোতে না পারলে ঘামাচি হয়। শিশুদের রোমকূপ ছোট হওয়ায় তাদের প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি ঘামাচি হয়ে থাকে।
লক্ষণ
সতর্কতা
স্বস্তি পেতে ঘরোয়া উপায়
যা করতে হবে
চিকিৎসা
লেখক: সহকারী অধ্যাপক, ত্বক, চর্ম, যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
ত্বকে নানা সমস্যা ও ঘামাচি গরমকালের একটি সাধারণ সমস্যা। বড়দের তো বটেই, শিশুদেরও গরমকালে ঘামাচির সমস্যা দেখা দেয়। ঘামাচি থেকে কোনো বড় সমস্যা না হলেও, এর থেকে জ্বালা ও ত্বকের চুলকানিতে কষ্ট পায় শিশুরা।
গরম এলেই শিশুদের শরীরে ঘামাচি দেখা যায়। কয়েক মাসের শিশু থেকে শুরু করে, স্কুলগামী শিশু প্রায় প্রত্যেকের শরীরই ঘামাচিতে ঢেকে যায়। একে মিলিয়ারিয়া রুব্রা, মিলিয়ারিয়া ক্রিস্টলাইনও বলা হয়। পেট, বুক, ঘাড়, নিতম্ব এবং শরীরের ভাঁজযুক্ত জায়গায় ঘামাচি বেশি হয়ে থাকে।
ঘামাচির কারণ
লম্বা ছুটিতে দীর্ঘ ভ্রমণ বা অধিক ঘামের কারণেও ঘামাচি দেখা দিতে পারে। মূলত শরীরে বেশি ঘামের কারণে রোমকূপ বন্ধ হয়ে গিয়ে ঘাম বেরোতে না পারলে ঘামাচি হয়। শিশুদের রোমকূপ ছোট হওয়ায় তাদের প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি ঘামাচি হয়ে থাকে।
লক্ষণ
সতর্কতা
স্বস্তি পেতে ঘরোয়া উপায়
যা করতে হবে
চিকিৎসা
লেখক: সহকারী অধ্যাপক, ত্বক, চর্ম, যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
রোগে-শোকে মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের ৪০ শতাংশ মানুষের মোট আয়ের ২০ শতাংশ খরচ হচ্ছে ওষুধ কিনতেই।
২ ঘণ্টা আগেদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা না থাকায় ও ডাক্তারের ওপর আস্থা না থাকায় বিদেশে চিকিৎসা নিতে প্রতিবছর দেশের মানুষ ৪ বিলিয়ন ডলার খরচ করছে। স্বাস্থ্যেসেবার উন্নয়ন না হলে এর পরিমাণ দিন দিন আরও বাড়বে।
৩ ঘণ্টা আগেআমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
১৫ ঘণ্টা আগেত্বক অভ্যন্তরীণ অঙ্গের সংক্রমণ এবং যেকোনো ক্ষতি থেকে সুরক্ষা দেয়। তাই এর যত্নে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। শীতকালে ত্বক শুষ্ক ও টানটান হলে দুশ্চিন্তা করবেন না। চুলকানি হলেও চিন্তার কোনো কারণ নেই। শীতের শুষ্ক আবহাওয়া ত্বকের প্রতিরক্ষামূলক তেল কমিয়ে দেয়।
১৬ ঘণ্টা আগে