মালির সদস্যপদ স্থগিত করল আফ্রিকান ইউনিয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২১, ১৩: ৫০
আপডেট : ০২ জুন ২০২১, ১৪: ০৩

ঢাকা: গত ৯ মাসে দুবার অভ্যুত্থান হওয়ায় মালির সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন। গতকাল মঙ্গলবার আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি জানানো হয়। আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে মালিকে নিষেধাজ্ঞার হুমকিও দেওয়া হয়েছে। 

একটি বিবৃতিতে আফ্রিকান ইউনিয়নের পিস অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, মালি প্রজাতন্ত্রের সদস্যপদ বাতিল করা হলো। দেশটিতে স্বাভাবিক পরিস্থিতি না হওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। 

বিবৃতিতে আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে মালি সেনাবাহিনীকে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। যদি সেনারা ক্ষমতা হস্তান্তর না করে তাহলে মালির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। 
এর আগে রোববার ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকা স্টেটও মালির সদস্যপদ স্থগিত করে।  
 
সম্প্রতি মালির অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে কর্নেল আসিমি গোইতার নাম ঘোষণা করেছেন দেশটির সাংবিধানিক আদালত। গত বছরের আগস্টে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের অন্যতম গোইতা সপ্তাহখানেক আগেও অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তাঁর নির্দেশেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোক্তার উয়ানকে আটক করা হয়েছিল। আটক অবস্থাতে গত ২৬ মে এনদাও আর উয়ান পদত্যাগ করেন। 
 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত