অনলাইন ডেস্ক
ঢাকা: মালিতে সামরিক অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে ছেড়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার একটি সেনাসূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে গত সোমবার মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী। গত নয় মাসে দেশটিতে এ নিয়ে দুবার অভ্যুত্থানের ঘটনা ঘটল।
মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর থেকে তাঁদের মুক্তির জন্য মালির সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন, বুধবার দিবাগত রাত একটা ৩০ মিনিটে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি।
এদিকে মালির প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে-এর পরিবারের সদস্যরাও তাঁদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এই দুজনই মুক্তির পাওয়ার পর মালিতে রাজধানী বামাকোতে অবস্থিত নিজ বাড়িতে গেছেন। তবে তাঁরা কম পরিস্থিতিতে রয়েছেন সেই বিষয়টি নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না
গত আগস্টে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মালির তৎকালীন রাষ্ট্রপতি আব্রাহাম বিভাকর কেই তাকে উৎখাত করা হয়। দুর্নীতি এবং বিদ্রোহীদের দমনে ব্যর্থ হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান করে মালির সেনাবাহিনী।
পরে দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে মালির সেনাবাহিনী। যাদেরকে ১৮ মাসের মধ্যে বেসামরিক সরকার পুনর্বহালের দায়িত্ব দেওয়া হয়। তবে এই সরকারে প্রভাব খাটাতে শুরু করে মালির সেনাবাহিনী।
মালি বিশ্বের অন্যতম একটি দরিদ্র দেশ। দেশটির সেনাবাহিনী পর্যাপ্ত অস্ত্র এবং প্রশিক্ষণের অভাব রয়েছে। মালির সেনাবাহিনী ফ্রান্স, জাতিসংঘ এবং সাহেল জাতিভুক্ত দেশগুলোর সাহায্য পেয়ে থাকে।
ঢাকা: মালিতে সামরিক অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে ছেড়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার একটি সেনাসূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে গত সোমবার মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী। গত নয় মাসে দেশটিতে এ নিয়ে দুবার অভ্যুত্থানের ঘটনা ঘটল।
মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর থেকে তাঁদের মুক্তির জন্য মালির সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন, বুধবার দিবাগত রাত একটা ৩০ মিনিটে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি।
এদিকে মালির প্রেসিডেন্ট বাহ এন'দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওয়ানকে-এর পরিবারের সদস্যরাও তাঁদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এই দুজনই মুক্তির পাওয়ার পর মালিতে রাজধানী বামাকোতে অবস্থিত নিজ বাড়িতে গেছেন। তবে তাঁরা কম পরিস্থিতিতে রয়েছেন সেই বিষয়টি নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না
গত আগস্টে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মালির তৎকালীন রাষ্ট্রপতি আব্রাহাম বিভাকর কেই তাকে উৎখাত করা হয়। দুর্নীতি এবং বিদ্রোহীদের দমনে ব্যর্থ হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান করে মালির সেনাবাহিনী।
পরে দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে মালির সেনাবাহিনী। যাদেরকে ১৮ মাসের মধ্যে বেসামরিক সরকার পুনর্বহালের দায়িত্ব দেওয়া হয়। তবে এই সরকারে প্রভাব খাটাতে শুরু করে মালির সেনাবাহিনী।
মালি বিশ্বের অন্যতম একটি দরিদ্র দেশ। দেশটির সেনাবাহিনী পর্যাপ্ত অস্ত্র এবং প্রশিক্ষণের অভাব রয়েছে। মালির সেনাবাহিনী ফ্রান্স, জাতিসংঘ এবং সাহেল জাতিভুক্ত দেশগুলোর সাহায্য পেয়ে থাকে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৮ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৯ ঘণ্টা আগে