Ajker Patrika

বিশ্বে করোনায় এক দিনে শনাক্ত ৩৫ লক্ষাধিক, মৃত্যু সাড়ে ১০ হাজার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১০: ২৭
বিশ্বে করোনায় এক দিনে শনাক্ত ৩৫ লক্ষাধিক, মৃত্যু সাড়ে ১০ হাজার

বিশ্বজুড়ে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৪২ জনের, যা আগের দিনের তুলনায় ১ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৫ লাখ ২০ হাজার ৫৪৯ জনের, যা আগের দিনের তুলনায় ৩ লাখের বেশি। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৬১। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬২ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৩৩৪ জনের এবং মারা গেছে ৮ লাখ ৯৮ হাজার ২৯৯ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৬ কোটি ৩০ লাখ ৬২ হাজার ২৯৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ৪৫ হাজার ৮৮৪ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০৩ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত