Ajker Patrika

এ বছর এক বাংলাদেশিসহ বিশ্বের ৬৬ সাংবাদিক নিহত: আইপিআই

অনলাইন ডেস্ক
এ বছর এক বাংলাদেশিসহ বিশ্বের ৬৬ সাংবাদিক নিহত: আইপিআই

বিদায়ী ২০২২ সালে অনেক বেশি নৃশংসতার শিকার হয়েছেন সাংবাদিকেরা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে পেশাগত কারণে ৬৬ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, যা গত ২০২১ সালের তুলনায় ২১ জন বেশি। এ বছর নিহতের তালিকায় রয়েছেন এক বাংলাদেশিও। তাঁর নাম মহিউদ্দিন সরকার নাইম।

গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)। সংস্থাটি সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিয়ে কাজ করে থাকে। অস্ট্রিয়ার ভিয়েনা-ভিত্তিক এই সংস্থাটি ১৯৯৭ সাল থেকে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার তথ্য প্রকাশ করে আসছে।

আইপিআই জানায়, ২০২২ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে মাদক পাচারের সংবাদের জেরে নিহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম। তিনি স্থানীয় দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সাংবাদিক ছিলেন।

মহিউদ্দিন সরকার নাঈমআইপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ৫৮ জন পুরুষ ও আট নারী সাংবাদিক রয়েছেন। এ বছর সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে মেক্সিকোতে। দেশটিতে ২০২২ সালে ১৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে হাইতি ও ইউক্রেনে। দুটি দেশেই আটজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ইউক্রেন যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো আট সাংবাদিকের মধ্যে ইউক্রেনীয় ও অন্য দেশের সাংবাদিক রয়েছেন।

এছাড়া ফিলিপাইনে পাঁচজন, কলম্বিয়ায় চারজন, ইকুয়েডর ও হন্ডুরাসে তিনজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে। দুজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছে ব্রাজিল, ভারত, মিয়ানমার, সিরিয়া ও ইয়েমেনে। একজন করে সাংবাদিকের প্রাণ হারিয়েছে বাংলাদেশ, শাদ, চিলি, গুয়াতেমালা, কেনিয়া, কাজাখস্তান, ফিলিস্তিনি, প্যারাগুয়ে, সোমালিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে।

ফিলিস্তিনে আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীএ বছরের মে মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। যে হত্যাকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সৈন্যদের হাতে মারা যান। সে সময়, আবু আকলেহ সেখানে ইসরায়েলি বাহিনীর রেইড কভার করছিলেন।

আইপিআই বলছে, সাংবাদিকদের ওপর হামলার বিচার নিশ্চিতে রাষ্ট্রগুলোর ব্যর্থতা সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের সকল দেশগুলোকে অপরাধীদের শাস্তি দেওয়া ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আইপিআই।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত