অনলাইন ডেস্ক
ইরানের কাছ থেকে জব্দ করা ১১ লাখেরও বেশি গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এই গোলাবারুদগুলো ইরান জাতিসংঘের অস্ত্র বিধিনিষেধ অমান্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিচ্ছিল। পরে এই অভিযোগের ভিত্তিতে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ রায় দেন, জব্দ করা গোলাবারুদের মালিকানা যুক্তরাষ্ট্রের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গত বছরের শেষ দিকে পারস্য উপসাগরের কাছ থেকে ইরানের এই গোলাবারুদগুলো জব্দ করে। পরে মার্কিন বিচার বিভাগ গোলাবারুদগুলোর মালিকানা যুক্তরাষ্ট্র বলে ঘোষণা করলে দেশটি সেগুলো ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড স্থানীয় সময় গতকাল বুধবার এ বিষয়ে বলেন, ‘এই অস্ত্র হস্তান্তরের আদেশ দিয়ে মার্কিন বিচার বিভাগ একটি কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পাশাপাশি আরেক কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে ইউক্রেনের জনগণের ন্যায্য লড়াইকে সমর্থন দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের প্রতিটি আইনি উপায় ব্যবহার চালিয়ে যাব।’
যুক্তরাষ্ট্রের জব্দ করা সেই গোলাবারুদের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্রও ছিল। যেমন—৯ হাজার অ্যাসল্ট রাইফেল, ২৮৪টি মেশিনগান, ১৯৪টি রকেট লঞ্চার এবং ৭০টিরও বেশি অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ছিল সেই গোলাবারুদের মধ্যে।
যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ ২০২২ সালের ৯ ডিসেম্বর অস্ত্র-গোলাবারুদগুলো ইয়েমেনের দিকে নেওয়ার সময় নাম-পরিচয়বিহীন একটি জাহাজকে আটক করে। জাহাজটিতে উল্লিখিত অস্ত্র ছাড়াও ১১ লাখ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার গোলা ছিল। পরে চলতি বছরের মার্চে মার্কিন বিচার বিভাগ অস্ত্র ও গোলাবারুদগুলো যুক্তরাষ্ট্রের বলে ঘোষণা দেন।
ইরানের কাছ থেকে জব্দ করা ১১ লাখেরও বেশি গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এই গোলাবারুদগুলো ইরান জাতিসংঘের অস্ত্র বিধিনিষেধ অমান্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিচ্ছিল। পরে এই অভিযোগের ভিত্তিতে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ রায় দেন, জব্দ করা গোলাবারুদের মালিকানা যুক্তরাষ্ট্রের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গত বছরের শেষ দিকে পারস্য উপসাগরের কাছ থেকে ইরানের এই গোলাবারুদগুলো জব্দ করে। পরে মার্কিন বিচার বিভাগ গোলাবারুদগুলোর মালিকানা যুক্তরাষ্ট্র বলে ঘোষণা করলে দেশটি সেগুলো ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড স্থানীয় সময় গতকাল বুধবার এ বিষয়ে বলেন, ‘এই অস্ত্র হস্তান্তরের আদেশ দিয়ে মার্কিন বিচার বিভাগ একটি কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পাশাপাশি আরেক কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে ইউক্রেনের জনগণের ন্যায্য লড়াইকে সমর্থন দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের প্রতিটি আইনি উপায় ব্যবহার চালিয়ে যাব।’
যুক্তরাষ্ট্রের জব্দ করা সেই গোলাবারুদের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্রও ছিল। যেমন—৯ হাজার অ্যাসল্ট রাইফেল, ২৮৪টি মেশিনগান, ১৯৪টি রকেট লঞ্চার এবং ৭০টিরও বেশি অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ছিল সেই গোলাবারুদের মধ্যে।
যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ ২০২২ সালের ৯ ডিসেম্বর অস্ত্র-গোলাবারুদগুলো ইয়েমেনের দিকে নেওয়ার সময় নাম-পরিচয়বিহীন একটি জাহাজকে আটক করে। জাহাজটিতে উল্লিখিত অস্ত্র ছাড়াও ১১ লাখ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার গোলা ছিল। পরে চলতি বছরের মার্চে মার্কিন বিচার বিভাগ অস্ত্র ও গোলাবারুদগুলো যুক্তরাষ্ট্রের বলে ঘোষণা দেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক অগ্রগতি অর্জন করছে রাশিয়ার সেনারা। ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুশ আক্রমণ শুরুর পর বর্তমানে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তারা। গত এক মাসে লন্ডনের আয়তনের অর্ধেক পরিমাণ এলাকা দখল করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার কিছু বিশ্লেষক ও যুদ্ধবিষয়ক
৭ মিনিট আগেএফবিআই এবং ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, কাউন্টার টেররিজম পুলিশিং ও নর্থ ওয়েলস পুলিশের যৌথ অভিযানে ২৫ নভেম্বর ওয়েলস থেকে ডেনিয়েল আন্দ্রেয়াস সান দিয়েগোকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এবার একই ধরনের ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ওই শীর্ষ কর্মকর্তা একই সঙ্গে ইসরায়েল-হিজবুল্লাহর
২৪ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও দেশটির প্রতিরক্ষাবাহিনীর প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান এই আবেদন করেছেন। আজ বুধবার আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা..
৩ ঘণ্টা আগে