ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠনের আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৩
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৪১

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন জরুরি বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। গতকাল শুকবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান ও শান্তি প্রক্রিয়া নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। 

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জোসেপ বোরেল বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি বাস্তবায়নে একটি বৈশ্বিক জোট গঠন জরুরি। তিনি বলেন, ‘প্রায় পুরো বিশ্বই দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছে।’ 

জোসেপ বোরেল বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদসহ বিশ্বের প্রায় ১৩৫টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতও একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে। কিন্তু তার পরও এটি হচ্ছে না। এটি ফিলিস্তিনি, ইসরায়েলি, অঞ্চল, আন্তর্জাতিক আইন এবং আমাদের বৈশ্বিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে।’ 

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান প্রায় এক বছরে গাজায় ইসরায়েলের নজিরবিহীন আক্রমণে ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে উল্লেখ করে আরও বলেন, ‘দুই রাষ্ট্র সমাধান যদি না হয়, তাহলে সমাধান কোনটি? বিকল্প সমাধান কোনটি?’ 

বোরেল বলেন, ‘এই বৈশ্বিক জোটকে অবশ্যই একটি ছাতা হিসেবে কাজ করতে হবে, যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারবে এবং সব অংশীদার দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে অবদান রাখতে পারবে। অন্যকে উৎসাহিত করতে পারবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে যা কিছু করতে চায় তা করতে পারবে।’ 

এ সময় বোরেল আরও বলেন, ‘যদিও নিজেদের মধ্যে শান্তি আলোচনার বিষয়টি ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের ওপর নির্ভর করে, কিন্তু তারা একা তা করতে না পারায় তাদের সেখানে যেতে (দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে) সাহায্য করার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত