Ajker Patrika

মেক্সিকোতে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে নিহত ২৬ 

অনলাইন ডেস্ক
মেক্সিকোতে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে নিহত ২৬ 

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের একটি মহাসড়কে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, তামাউলিপাসের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। তবে সরকারি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর সেখানে কোনো ট্রেলার বহনকারী ট্রাক দেখতে পাননি। ততক্ষণে ট্রাকটি ঘটনাস্থল থেকে চলে গেছে। 

তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছেন কিনা বা দুর্ঘটনায় তিনিও মারা গেছে কিনা, তদন্তকারীরা তা এখনো নিশ্চিত হতে পারেননি। 

ধারণা করা হচ্ছে, ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে। 

প্রসিকিউটর অফিসের সূত্রটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, নিহতদের সবাই মেক্সিকান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত