অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে, হালকা জ্বর ছাড়া তাঁর তেমন কোন লক্ষণ বা অসুস্থতা নেই। করোনা বিধি মেনে তিনি এখন আইসোলেশনে আছেন। শনিবার এক টুইটে প্রেসিডেন্ট নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার ৬২ বছর বয়সে প্রবেশ করা ফার্নান্দেজ এক টুইটে লিখেছেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করে আমার কাছে ভালোই লেগেছে। তবে মানসিকভাবে আমি ভালো আছি।’
বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
করোনা প্রতিরোধে চলতি বছরের শুরুতে রাশিয়ার স্পুটনিক ভি টিকা গ্রহণ করেন আলবার্তো।
টিকা নেয়ার পরেও প্রেসিডেন্টের কোভিড-১৯ আক্রান্তের বিষয়ে রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট বলছে, ‘স্পুটনিক ভি করোনা সংক্রমণের বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকর। করোনাভাইরাসের কিছু ধরনের বিরুদ্ধে এটি ১০০ শতাংশ পর্যন্ত কার্যকর।’
প্রেসিডেন্ট ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে থাকলেও খুব বেশি লক্ষণ প্রকাশ ছাড়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করে গামালিয়া।
করোনার কারণে এক বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা বিভিন্ন এলাকায় লকডাউন চলছে। এ পর্যন্ত কোভিড-১৯ এ দেশটির ৫৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে এ পর্যন্ত টিকা পেয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৮৬৮ জন।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে, হালকা জ্বর ছাড়া তাঁর তেমন কোন লক্ষণ বা অসুস্থতা নেই। করোনা বিধি মেনে তিনি এখন আইসোলেশনে আছেন। শনিবার এক টুইটে প্রেসিডেন্ট নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার ৬২ বছর বয়সে প্রবেশ করা ফার্নান্দেজ এক টুইটে লিখেছেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করে আমার কাছে ভালোই লেগেছে। তবে মানসিকভাবে আমি ভালো আছি।’
বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
করোনা প্রতিরোধে চলতি বছরের শুরুতে রাশিয়ার স্পুটনিক ভি টিকা গ্রহণ করেন আলবার্তো।
টিকা নেয়ার পরেও প্রেসিডেন্টের কোভিড-১৯ আক্রান্তের বিষয়ে রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট বলছে, ‘স্পুটনিক ভি করোনা সংক্রমণের বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকর। করোনাভাইরাসের কিছু ধরনের বিরুদ্ধে এটি ১০০ শতাংশ পর্যন্ত কার্যকর।’
প্রেসিডেন্ট ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে থাকলেও খুব বেশি লক্ষণ প্রকাশ ছাড়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করে গামালিয়া।
করোনার কারণে এক বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা বিভিন্ন এলাকায় লকডাউন চলছে। এ পর্যন্ত কোভিড-১৯ এ দেশটির ৫৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে এ পর্যন্ত টিকা পেয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৮৬৮ জন।
ডেনমার্কের অধীনে থাকা আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আবারও যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ বুধবার তিনি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আরও ধনি বানিয়ে দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন। তবে ট্রাম্পের এমন প্রলোভনেও কোনো কাজ হয়নি। গ্রিনল্যান্ড
২১ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি চিঠি পেয়েছেন। যেখানে জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আলোচনার টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে এসব কথা
১ ঘণ্টা আগে২০১৩ সালে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন থাইল্যান্ডের এক্কাচাই ও লাকসানা তিরানারাত। কিন্তু প্রেমের এমন গৌরবজনক নজিরও তাঁদের এক ঘরে আটকে রাখতে পারেনি। বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট তাঁদের বিচ্ছেদের খবর দিয়েছে।
২ ঘণ্টা আগেএকটি মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান সি কে হাচিসন হোল্ডিং। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পানামা খালের প্রবেশমুখে দু’টি গুরুত্বপূর্ণ বন্দরের বেশির ভাগ শেয়ার ছিল হংকংভিত্তিক ওই প্রতিষ্ঠানের মালিকানায়। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরক নেতৃত্বাধীন একটি
২ ঘণ্টা আগে