নিলামে তোলা হচ্ছে ‘পৃথিবীর বাইরে থেকে আসা’ ব্ল্যাক ডায়মন্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ২১: ৪১

‘পৃথিবীর বাইরে থেকে আসা’ ৫৫৫.৫৫ ক্যারেটের একটি ব্ল্যাক ডায়মন্ড নিলামে তোলা হচ্ছে। দুবাইয়ের নিলাম প্রতিষ্ঠান সুথবি এক টুইটে বিষয়টি জানিয়েছে। 

‘দ্য এনিগমা’ নামের এই বিরল রত্নটি পৃথিবীর বাইরে থেকে আসা কিংবা পৃথিবীর বাইরে থেকে আগত কোন গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে এটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠানটি। প্রাকৃতিকভাবে এই আকৃতির ব্ল্যাক ডায়মন্ড ‘একটি বিরল ঘটনা’।

ডায়মন্ডটিকে নিলামে তোলা প্রতিষ্ঠান সুথবি ডায়মন্ডটি প্রাথমিকভাবে অন্তত ৬৮ লাখ ডলারে বিক্রির আশা করছে। এর আগে লস অ্যাঞ্জেলস এবং দুবাইতে ডায়মন্ডটির প্রদর্শনী হয়। 

‘দ্য এনিগমা’ নামের এই ব্ল্যাক ডায়মন্ডটি কার্বোনাডো নামেও পরিচিত। ধারণা করা হচ্ছে, আজ থেকে অন্তুত ২৬০ কোটি বছর আগে এই ডায়মন্ডটি সৃষ্টি হয়। ডায়মন্ডটিতে পাওয়া পদার্থ বিশ্লেষণ করে তাতে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং গ্রহাণুতে পাওয়া যায় এমন কিছু পদার্থের নমুনা পাওয়া গেছে। 

বিষয়:

নিলাম

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত