Ajker Patrika

অক্টোবরে নিউ সাউথ ওয়েলসের করোনা পরিস্থিতি হতে পারে ভয়াবহ

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৫: ২৬
অক্টোবরে নিউ সাউথ ওয়েলসের করোনা পরিস্থিতি হতে পারে ভয়াবহ

করোনার ডেলটা ধরনে অস্ট্রেলিয়ায় সংক্রমণ বাড়ছে। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে একদিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯০ জনের। এটিই এ পর্যন্ত নিউ সাউথ ওয়েলসে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এর আগে নিউ সাউথ ওয়েলসে একদিনে সর্বোচ্চ ১ হাজার ২১৮ জন করোনা শনাক্ত হয়েছিলেন। খবর রয়টার্সের। 

রাজ্যটির প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়া রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ক্যাপিটাল সিডনিকে বলেন, আসছে অক্টোবরে রাজ্যটির হাসপাতালগুলোতে সর্বোচ্চসংখ্যক রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হতে পারে। আমরা অনুমান করছি, সবকিছু ভিন্নভাবে পরিচালনা করা দরকার কেননা আমরা মহামারির মাঝামাঝি একটা সময়ে রয়েছি। তবে পরিস্থিতি যাই হোক আশা করি সামলাতে পারব। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮৪০ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৩৭ জন রয়েছেন আইসিইউতে এবং ৪৮ জনের ভেন্টিলেশনের প্রয়োজন হচ্ছে। 

করোনা মহামারি শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৬২৪ জন। 

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ১৬ কিংবা এর বেশি বয়সীদের মধ্যে মাত্র ৩৩ শতাংশ মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত