অনলাইন ডেস্ক
মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। গতকাল রোববার দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মেক্সিকো শহরে।
বিক্ষোভকারীরা দাবি করেছেন, মেক্সিকো সিটির জোকালো স্কয়ারে অন্তত পাঁচ লাখ মানুষ জড়ো হয়েছিল। বিক্ষোভের ঢল পাশের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তবে সরকার বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ৯০ হাজারের বেশি হবে না।
গত সপ্তাহে মেক্সিকোর আইনপ্রণেতারা জাতীয় নির্বাচনী ইনস্টিটিউটের (আইএনই) বাজেট কমানো ও কর্মী কমানোর পক্ষে ভোট দিয়েছেন। গত বুধবার সংসদের নিম্নকক্ষে অনুরূপ ভোটের পর দেশটির সিনেট এই সংস্কার অনুমোদন করেছে। এখন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর স্বাক্ষর করলে সংস্কারগুলো কার্যকর হবে।
তবে বিক্ষোভকারীরা বলছেন, আইনপ্রণেতারা গণতন্ত্রের ওপর আক্রমণ করেছেন। তাঁরা যে ভোটাভুটি করেছেন, তাকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টকে চাপ দিচ্ছেন বিক্ষোভকারীরা।
ভেরোনিকা এচেভারিয়া নামের একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি।’ তিনি মাথায় যে টুপি পরেছিলেন, সেখানে লেখা ছিল ‘আইএনইর ওপর আঘাত করবেন না।’
বিবিসির মেক্সিকো সংবাদদাতা উইল গ্রান্ট বলেছেন, এটি সম্ভবত বর্তমানে মেক্সিকোর সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ইস্যু।
২০১৮ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লোপেজ ওব্রাডর। তিনি দীর্ঘ দিন ধরেই আইএনইর সমালোচনা করছেন। তিনি বলেছেন, আইএনই ‘পক্ষপাতমূলক’ আচরণ করছে। গত মাসে এই স্বাধীন সংস্থার বিরুদ্ধে তিনি প্রতারণার অভিযোগ তুলেছেন।
মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। গতকাল রোববার দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মেক্সিকো শহরে।
বিক্ষোভকারীরা দাবি করেছেন, মেক্সিকো সিটির জোকালো স্কয়ারে অন্তত পাঁচ লাখ মানুষ জড়ো হয়েছিল। বিক্ষোভের ঢল পাশের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তবে সরকার বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ৯০ হাজারের বেশি হবে না।
গত সপ্তাহে মেক্সিকোর আইনপ্রণেতারা জাতীয় নির্বাচনী ইনস্টিটিউটের (আইএনই) বাজেট কমানো ও কর্মী কমানোর পক্ষে ভোট দিয়েছেন। গত বুধবার সংসদের নিম্নকক্ষে অনুরূপ ভোটের পর দেশটির সিনেট এই সংস্কার অনুমোদন করেছে। এখন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর স্বাক্ষর করলে সংস্কারগুলো কার্যকর হবে।
তবে বিক্ষোভকারীরা বলছেন, আইনপ্রণেতারা গণতন্ত্রের ওপর আক্রমণ করেছেন। তাঁরা যে ভোটাভুটি করেছেন, তাকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টকে চাপ দিচ্ছেন বিক্ষোভকারীরা।
ভেরোনিকা এচেভারিয়া নামের একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি।’ তিনি মাথায় যে টুপি পরেছিলেন, সেখানে লেখা ছিল ‘আইএনইর ওপর আঘাত করবেন না।’
বিবিসির মেক্সিকো সংবাদদাতা উইল গ্রান্ট বলেছেন, এটি সম্ভবত বর্তমানে মেক্সিকোর সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ইস্যু।
২০১৮ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লোপেজ ওব্রাডর। তিনি দীর্ঘ দিন ধরেই আইএনইর সমালোচনা করছেন। তিনি বলেছেন, আইএনই ‘পক্ষপাতমূলক’ আচরণ করছে। গত মাসে এই স্বাধীন সংস্থার বিরুদ্ধে তিনি প্রতারণার অভিযোগ তুলেছেন।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৬ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৭ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৮ ঘণ্টা আগে